বাখমুতের কাছে ফরাসি সাংবাদিক নিহত

| বৃহস্পতিবার , ১১ মে, ২০২৩ at ৬:০৩ পূর্বাহ্ণ

ইউক্রেনের পূর্বাঞ্চলের যুদ্ধকবলিত এলাকায় সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত এক ফরাসি সাংবাদিক নিহত হয়েছেন। মঙ্গলবার বাখমুতের ঠিক পশ্চিমে চসিভ ইয়ার এলাকায় নিক্ষিপ্ত রকেট বিস্ফোরণে আরমান সোলদিন (৩২) মারা যান। তিনি বার্তা সংস্থা এএফপির সাংবাদিক হিসেবে কাজ করতেন। খবর বিডিনিউজের। বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টার দিকে ইউক্রেনীয় সেনাদের একটি দলের সঙ্গে থাকা সাংবাদিকদের একটি টিম হামলার মুখে পড়ে। সোলদিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যুদ্ধক্ষেত্রের সামনের সারিতে থেকে করা তার কাজের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। এএফপির চেয়ারম্যান ফাব্রিস ফ্রাইস জানিয়েছেন, সোলদিনের মৃত্যুতে বার্তা সংস্থাটি শোকে মূহ্যমান হয়ে পড়েছে। বসনিয়ায় জন্মগ্রহণকারী সোলদিন ইউক্রেনের যুদ্ধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিহত হওয়া ১৫তম সাংবাদিক বলে জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট। এদের মধ্যে সোলদিনের পাশাপাশি আরও দুই ফরাসি সাংবাদিক আছেন।

পূর্ববর্তী নিবন্ধপোল্যান্ডে এতিমখানায় ছুরি হামলা, কিশোরী নিহত
পরবর্তী নিবন্ধপাকিস্তানে কানাডা ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণ সতর্কতা