সিজেকেএস ২য় বিভাগ ক্রিকেট লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বার্ডস স্পোর্টিং ক্লাব এবং কল্লোল সংঘ গ্রিন। গতকাল মঙ্গলবার ‘বি’ গ্রুপের খেলায় বার্ডস স্পোর্টিং ক্লাব ৯ উইকেটে বক্সিরহাট ইয়ং ম্যান্স ক্লাবকে এবং কল্লোল সংঘ গ্রিন ২ উইকেটে মাদারবাড়ি মুক্তকণ্ঠকে পরাজিত করে পরাজিত করে। এটি মাদারবাড়ি মুক্তকণ্ঠের টানা দ্বিতীয় পরাজয় হলেও বক্সিরহাট তাদের প্রথম পরাজয়ের মুখ দেখে গতকাল।
মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় বক্সিরহাট টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে। ৩৫.৫ ওভার খেলে তারা ১০৯ রানে সব উইকেট হারায়। দলের পক্ষে জাকির হোসেন সর্বোচ্চ ২৭ রান করেন। এছাড়া রাকিব হোসেন ১৭ ও মেহেদি হাসান তপু ১৬ রান ছাড়া আর কেউ দুই অংকের ঘরে পৌঁছতে পারেনি। অতিরিক্ত থেকে আসে ২৭ রান। বার্ডস স্পোর্টিং ক্লাবের পক্ষে আশিক আলম এবং নাজমুল হুদা প্রত্যেকেই ৩টি করে উইকেট নেন। ১টি করে উইকেট পান ইমরান আল সজিব এবং জাহেদুল হাসান। জবাবে বার্ডস স্পোর্টিং ক্লাব ১২.৫ ওভার খেলে লক্ষ্যে পৌঁছে যায়। ১ উইকেট হারিয়ে তারা ১১০ রান তুলে নেয়। শূন্য রানে ওপেনার সাইফুদ্দিন কাদের বিদায় নিলেও নিজাম উদ্দিন রয়েলের অপরাজিত ৭৭ এবং আবদুল কাদের দিগন্তের অপরাজিত ২৩ রানের বদৌলেতে তারা জয় পেয়ে যায়। নিজাম উদ্দিন রয়েল ৪৭ বলে ৫টি চার এবং ৭টি ছক্কার সাহায্যে ঐ রানে পৌঁছেন। অতিরিক্ত রান হয় ১০। ২ খেলা শেষে বার্ডস স্পোর্টিং ক্লাব ৪ এবং সমান খেলায় বক্সিরহাট ইয়ং ম্যান্স ক্লাব ২ পয়েন্ট পেয়েছে। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত অপর খেলায় মাদারবাড়ি মুক্তকণ্ঠ টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে। ৩২ ওভার খেলে সব উইকেট হারিয়ে তারা ১৩০ রান সংগ্রহ করে। দলের ইশতিয়াক মো. অদুদ খান ৩৯, মো. আহনাফ সাজ্জাদ অপরাজিত ২৩, জুনাইদ হোসেন খান ১৪ এবং তাসরিপ উল ইসলাম সামি ১১ রান করেন। অতিরিক্ত রান হয় ১৯। কল্লোল গ্রিনের পক্ষে মো. শিহাব ৪টি এবং আরমান উদ্দিন সাব্বির ২টি উইকেট লাভ করেন। ১টি করে উইকেট নেন সাইফুল করিম বাপ্পা, মো. আানিসুল ইসলাম এবং জামাল ফরহাদ। জবাব দিতে নেমে কল্লোল সংঘ গ্রিনও বেশ ধুঁকতে থাকে। শুরুতেই উইকেট হারায় তারা। এরপর খেলা এগুনোর সাথে সাথে উইকেটও হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত ৩৮.৩ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কল্লোল গ্রিন। তারা ১৩৪ রান তুলে নেয়। দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ করেন মারুফুল ইসলাম অপরাজিত ৪১। এছাড়া মো. আনিসুল ইসলাম ৩১ এবং মো. মহিউদ্দিন ১২ রান করেন। বাকিরা দুই অংকের ঘরে পা রাখতে পারেনি। অতিরিক্ত থেকে আসে ২০ রান। মুক্তকণ্ঠের সাজ্জাদ হোসেন এবং আল মামুন সামি ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন জুনাইদ হোসেন খান, জুনাইদ বিন জসিম এবং মো. ফয়সল রিজভী। ২ খেলা শেষে কল্লোল সংঘ গ্রিন ৪ পেয়েছে। সমান খেলায় মাদারবাড়ি মুক্তকণ্ঠ কোন পয়েন্ট পায়নি। আজকের খেলা: এলিট পেইন্ট বনাম পিডিবি (এম এ আজিজ স্টেডিয়াম),আবেদিন ক্লাব বনাম ইয়ং স্টার ক্লাব(মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠ)।