আন্তর্জাতিক ক্রিকেটে একটি মাইলফলক পেরিয়ে গেলেন নাজমুল হোসেন শান্ত। তিন ফরম্যাট মিলিয়ে দুই হাজার রান সংগ্রহ করেছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার। আয়ারল্যান্ডের বিপক্ষে গতকাল প্রথম ওয়ানডেতে ৪৪ রান করেছেন শান্ত। এই সংগ্রহ গড়ার পথে ২ হাজার আন্তর্জাতিক রানের দেখাও পেয়ে যান তিনি। সবমিলিয়ে বাংলাদেশের ২২তম ব্যাটার হিসেবে ২ হাজারি ক্লাবে প্রবেশ করলেন শান্ত। সব ফরম্যাট মিলিয়ে তার সংগ্রহ এখন ২০২৪ রান। ওয়ানডেতে ২২ ম্যাচের ২১ ইনিংসে শান্তর মোট রান ৪৬৩। সর্বোচ্চ ইনিংস ৭৩ রানের। এই ফরম্যাটে তিনি এখন পর্যন্ত ৩টি হাফ সেঞ্চুরি করেছেন। অন্যদিকে ২২ টেস্টের ক্যারিয়ারে ৪২ ইনিংস খেলে তার সংগ্রহ ১০১৩ রান। সেঞ্চুরি ২টি এবং হাফ সেঞ্চুরি আছে ৩টি। আর ২৩ টি–টোয়েন্টিতে রান করেছেন ৪৯০ ।বাংলাদেশের জার্সিতে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৫০৫৯ রান তামিম ইকবালের। এই বাঁহাতি ওপেনার প্রথম বাংলাদেশি হিসেবে সব ফরম্যাট মিলিয়ে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। দ্বিতীয় স্থানে আছেন মুশফিকুর রহিম। এই ডানহাতি উইকেটকিপার–ব্যাটারের নামের পাশে আছে ১৪১০৪ রান।