চুকবল লিগে অংশগ্রহণকারী দলগুলোর জ্ঞাতার্থে

| বুধবার , ১০ মে, ২০২৩ at ৬:৪৭ পূর্বাহ্ণ

সিজেকেএস চুকবল লিগ আগামী জুলাই মাসের ২য় সপ্তাহে চট্টগ্রাম এম.এ আজিজ স্টেডিয়ামস্থ সিজেকেএস জিমনেসিয়ামে শুরু হবে। এ উপলক্ষে লিগে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিদের সাথে সিজেকেএস চুকবল কমিটির এ মতবিনিময় সভা আগামীকাল ১১ মে সন্ধ্যা ৬.৩০টায় সিজেকেএস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে। এ মতবিনিময় সভায় স্ব স্ব ক্লাবের একজন প্রতিনিধিকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

অংশগ্রহণকারী দল সমূহ : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল), শহীদ শাহজাহান সংঘ, আগ্রাবাদ নওজোয়ান ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ রেলওয়ে র‌্যঞ্জার্স, রাইজিং স্টার, রাইজিং স্টার (জুনিয়র), নোয়াপাড়া লায়ন্স ক্লাব, এম.এইচ. স্পোর্টিং ক্লাব, বাকলিয়া একাদশ (জুনিয়র), চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি (সাদা), চট্টগ্রাম সিটি করর্পোরেশন একাদশ গ্রীণ।

পূর্ববর্তী নিবন্ধমুম্বাইয়ে দ্বিতীয় ওয়ানডে জিতলো বাংলাদেশের অনূর্ধ্ব-১৬ স্কুল দল
পরবর্তী নিবন্ধসাড়ে চার হাজার কোটি টাকায় সৌদি ক্লাবে মেসি