নগরের মৌলভী পুকুরপাড় এলাকার একটি ভবন থেকে ১ হাজার ৪২ লিটার চোলাই মদসহ দুইজনকে আটক করেছে চান্দগাঁও থানা পুলিশ। আটককৃতরা হচ্ছেন রাঙামাটি জেলার চন্দ্রঘোনা থানার খ্যাইসাঅং মার্মা এবং বান্দরবান জেলার রোয়াংছড়ি থানার সুজিত চাকমা মাঝি। গত সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মৌলভী পুকুরপাড়ের রিয়াজউদ্দিন উকিল সড়কের একটি ভবনে অভিযান চালানো হয়। এসময় ১ হাজার ৪২ লিটার চোলাই মদ, পাঁচটি ড্রাম, দুইটি বড় পাতিল, দুইটি প্লাস্টিকের জার, দুইটি প্লাস্টিকের বালতি, একটি চোলাইমদ তৈরির কাজে বিশেষভাবে প্রস্তুতকৃত ছিদ্রযুক্ত প্লাস্টিকসহ দুইজনকে আটক করা হয়।












