তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। এর মাঝেও জীবন জীবিকা এবং দায়িত্ব পালনে মাঠে নেমেছেন আইনশৃঙ্খলা বাহিনী, শ্রমিক, দিনমজুর, রিকশা ও ভ্যানচালক। আর তাদের জন্য সুপেয় পানি নিয়ে হাজির হন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল মঙ্গলবার সকালে নগরীর বিভিন্ন রাস্তায় কর্মরতদের মাঝে সুপেয় পানি বিতরণ করতে দেখা যায় তাকে। এ সময় তিনি অবিলম্বে স্কুল, কলেজ, মাদ্রাসায় ছুটি ঘোষণা করার জন্য শিক্ষামন্ত্রীর নিকট দাবি জানান। এ সময় তিনি স্কুলগামী শিক্ষার্থী, আইনশৃঙ্খলা ও যানজট নিরসন কাজে নিয়োজিত পুলিশ বাহিনী, দিনমজুর, রিকশা ও ভ্যানচলক, সিটি কর্পোরেশনের কর্মচারীসহ পথচারীদের মাঝে সুপেয় পানি দিয়ে তৃষ্ণা নিবারণ করেন। তীব্র গরমে রাস্তাঘাট কিংবা ফুটপাতে শরবত পান করে এবং বিভিন্ন খোলা, পচা–বাসি খাবার খেয়ে নগরবাসী যাতে অসুস্থ না হয় সে ব্যাপারে সকলকে সচেতন করেন তিনি। তিনি বলেন, গ্রীষ্মের প্রখর দাবানলে ওষ্ঠাগত জনজীবন। প্রাণিকূলেরও হাঁসফাঁস অবস্থা। তাপদাহে শ্রমিক, দিনমজুর, রিকশা–ভ্যানচালকরা অস্থির হয়ে পড়েছেন। বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। সেজন্য কর্মজীবী মানুষদের সকালের পরিবর্তে বিকেল বেলা কাজে লাগানোর অনুরোধ জানান সুজন। তিনি আরো বলেন, আমাদের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ কর্ণধার। এ গরমে তাদের প্রতিও খেয়াল রাখা একান্ত জরুরি। মাত্রাতিরিক্ত গরমে নগরীর বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা থেকে শিক্ষার্থীদের অসুস্থতার খবর পাওয়া যাচ্ছে। এ নিয়ে উদ্বিগ্ন অভিভাবক সমাজ। হিট স্ট্রোকে অসুস্থসহ অনেক শিক্ষার্থী পেটের পীড়ায় ভুগছে। এমতাবস্থায় স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান জরুরি ভিত্তিতে ছুটি ঘোষণা করার দাবি জানান তিনি। তাছাড়া তীব্র গরমে ফুটপাত কিংবা রাস্তায় বিভিন্ন রং মেশানো রকমারি শরবত পান করে পেটের পীড়াসহ বিভিন্ন অসুখে আক্রান্ত হয়ে অনেককেই হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হচ্ছে।
তাই সুস্থভাবে বাঁচার জন্য যত্রতত্র খোলা শরবত পান না করার অনুরোধ জানান সুজন। ওয়াসার পানিতে লবণাক্ততার পরিমাণ বেড়ে যাওয়ায় নগরবাসী সুপেয় পানি পান থেকে বঞ্চিত হচ্ছেন। এক্ষেত্রে মানবিক দিক বিবেচনায় বিভিন্ন মসজিদ কমিটিকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সুজন বলেন, মসজিদে স্থাপিত ডিপ টিউবওয়েল থেকে আশেপাশের এলাকাবাসীকে সুপেয় পানি সরবরাহ করার অনুরোধ জানাই। পাশাপাশি ওয়াসা এবং সিটি কর্পোরেশনকে নগরবাসীর মাঝে সুপেয় পানি সরবরাহ কাজে লেগে যাওয়ারও অনুরোধ জানান সুজন। প্রেস বিজ্ঞপ্তি।










