রবীন্দ্রনাথ ঠাকুর

দিপংকর দাশ | বুধবার , ১০ মে, ২০২৩ at ৬:৩৮ পূর্বাহ্ণ

উঠলো রবি জোড়াসাঁকোর

ঠাকুর পরিবারে

সেই জ্যোতি ছড়িয়ে পড়ে

সমস্ত সংসারে।

তাঁর আলোতে আলোকিত

সাহিত্য ভাণ্ডার

মধুমাখা গল্প গান ও

ছড়াদের ঝংকার।

দ্যুতি ছড়ান বিশ্ববুকে

গীতাঞ্জলী লিখে

সাহিত্যে পান নোবেল তিনি

শ্রেষ্ঠ চতুর্দিকে।

প্রবন্ধ আর উপন্যাসেও

পাকা সমান সমান

সাহিত্যেরই শিরায় শিরায়

রবীন্দ্র বহমান।

পূর্ববর্তী নিবন্ধরবীন্দ্রনাথ
পরবর্তী নিবন্ধরবীন্দ্রনাথ ঠাকুর