সিজেকেএস ২য় বিভাগ ক্রিকেট লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী লিমিটেড জুনিয়র। অন্যদিকে লো স্কোরিং ম্যাচে প্রথম জয়ের মুখ দেখেছে রাফা ক্রিকেট ক্লাব। গতকাল সোমবার ‘এ’ গ্রুপের দ্বিতীয় রাউন্ডের খেলায় আবাহনী জুনিয়র ৫০ রানে কোয়ালিটি ব্লুজকে পরাজিত করে। তারা নিজেদের প্রথম খেলায় রাফাকে হারিয়েছিল। কোয়ালিটি নিজেদের প্রথম খেলায় জয় পেলেও দ্বিতীয় খেলায় হার মানলো। মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে আবাহনী জুনিয়র। ৪১.৪ ওভার খেলে সব উইকেট হারিয়ে তারা ১৫০ রান সংগ্রহ করে। দলের পক্ষে সুহু ইবনে সোহেদ ২৪,আদিল কবির ২১,সাইফুল ইসলাম মানিক অপরাজিত ২০,মেহেদি হাসান ১৮ এবং সাইমুন ইসলাম ১৪ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২৪ রান। কোয়ালিটি ব্লুজের পক্ষে মো. নাইম ৩টি উইকেট দখল করেন। ২টি করে উইকেট পান সাকিব হোসেন, মো. ইমতিয়াজ এবং নাজমুল কবির। ১টি উইকেট পান মো. সায়েম। জবাবে কোয়ালিটি ব্লুজ ২২.৩ ওভার খেলে ১০০ রানে বুক্্ড হয়ে যায়। দুই ওপেনার শূন্য রানে বিদায় হওয়ার পর শাহাদাত হোসেন ১৬,নাজমুল কবির ২৬,মশিউর রহমান ১৯, মো. সায়েম অপরাজিত ১৫ এবং মো. নাইম ১২ রান করেন। তাতে করে দল শতরানে পৌঁছাতে সমর্থ হয়। আবাহনী জুনিয়রের আশরাফুল রাব্বী ৪২ রান দিয়ে ৪টি উইকেট দখল করেন। এছাড়া মিজানুর রহমান ৩টি, আদিল কবির ২টি এবং ওসমান গনি ১টি উইকেট দখল করেন। আবাহনী ২ খেলা শেষে ৪ এবং সমান খেলায় কোয়ালিটি ব্লুজ ২ পয়েন্ট পেয়েছে।
এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগের অপর খেলায় রাফা ক্রিকেট ক্লাব ৬ উইকেটে সিটি ক্লাবকে পরাজিত করে। সিটি ক্লাব তাদের প্রথম খেলায় জয়লাভ করেছিল। রাফা হেরেছিল তাদের প্রথম খেলায়। গতকাল টসে জিতে রাফা প্রথমে ব্যাট করতে পাঠায় সিটি ক্লাবকে। ৩৬ ওভার খেলে মাত্র ৮৫ রানে অল আউট হয়ে যায় সিটি। দলের সর্বোচ্চ রান আসে অতিরিক্ত ৩৯ রান থেকে। এরমধ্যে ৩০ রান হয় ওয়াইড বল থেকে। সোহাইল আমান ১৬ এবং জিয়াউল হোসেন মেহেদি ১০ রান ছাড়া সিটির আার কেউ দ্বি–অংকের ঘরে যেতে পারেনি। রাফার আবদুল্লাহ আল নোমান ৪ রান দিয়ে ৩টি এবং সুফিয়ান আলম ৮ রান দিয়ে ২টি উইকেট দখল করেন। ১টি করে উইকেট নেন আসিফ মাহমুদ, মাহির শাহরিয়ার প্রিয়ম, রহমত উল্লাহ সাব্বির এবং মাসুম সিদ্দিক রনি।
রাফা ক্রিকেট ক্লাব লক্ষ্যে পৌঁছে যায় ২১ ওভার খেলে। তারা ৪ উইকেট হারিয়ে ৮৮ রান তুলে নেয়। দলের রিমন দাস ১৫ এবং মাসুম সিদ্দিক রনি ২৭ রানে অপরাজিত থাকেন। এছাড়া মো. আরিফুর রহমান ১৯ এবং নাহিদুর রহমান সৈকত ১২ রান করেন। সিটি ক্লাবের শাহরিয়ার নেওয়াজ আলভী ২টি এবং মেহরাব খান ১টি উইকেট দখল করেন। ২ খেলা শেষে দু’দলই ২ পয়েন্ট করে পেয়েছে।
আজকের খেলা : বার্ডস স্পোর্টিং ক্লাব বনাম বক্সিরহাট ইয়ং ম্যান্স ক্লাব(মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠ),মাদারবাড়ি মুক্তকণ্ঠ বনাম কল্লোল সংঘ গ্রীণ(এম এ আজিজ স্টেডিয়াম)।