কোয়ান্টাম কম্পিউটিশন এবং ফিউশন এনার্জি নিয়ে নতুন প্রজন্মকে জানতে হবে

চট্টগ্রামে মতবিনিময় সভায় আইসিটি সচিব

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৯ মে, ২০২৩ at ৬:২১ পূর্বাহ্ণ

নগরীর সার্কিট হাউসের সম্মেলন কক্ষে স্মার্ট চট্টগ্রাম বাস্তবায়ন অগ্রগতি বিষয়ক একটি মতবিনিময় সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সামসুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. আমিনুর রহমান। সভায় স্মার্ট চট্টগ্রাম বাস্তবায়নে জেলা প্রশাসনের বিভিন্ন গৃহীত পদক্ষেপ নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন সভার সভাপতি জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর্র স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১ কে সামনে রেখে চট্টগ্রামকে বাংলাদেশের প্রথম স্মার্ট জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসন ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। যার মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মার্ট চট্টগ্রাম বাস্তবায়ন সেল গঠন, বিভিন্ন সরকারি দপ্তরে ফোকাল পারসন নিযুক্তি, ওয়াবসাইটে স্মার্ট চট্টগ্রাম ডেডিকেটেড কর্ণার সংযোজন, স্মার্ট চট্টগ্রাম বেস্ট আইডিয়া অ্যাওয়ার্ড ঘোষণা, আইডিয়াসমূহের উপর বুটক্যাম্প আয়োজন, আইডিয়া শোকেসিং ও স্মার্ট বাংলাদেশ উৎসব আয়োজন, বিষেষজ্ঞ প্যানেল তৈরি, স্মার্ট চট্টগ্রাম ২০৪১ এর রোডম্যাপ তৈরি অন্যতম।

সভার একপর্যায়ে স্মার্ট চট্টগ্রাম বাস্তবায়নে ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসমূহ উপস্থাপনও করেন জেলা প্রশাসক। প্রধান অতিথি আইসিটি বিভাগের সচিব জেলা প্রশাসনের সকল উদ্যোগগুলোর প্রশংসা করেন এবং স্মার্ট চট্টগ্রাম বাস্তবায়নে আইসিটি বিভাগের সব ধরণের সহযোগিতা প্রদানের নিশ্চয়তা প্রদান করেন।

তিনি নাগরিকদের স্মার্ট নাগরিকে রুপান্তরের মাধ্যমে স্মার্ট সমাজ ব্যবস্থা বিনির্মাণ ও সরকারি সেবা ব্যবস্থায় স্মার্ট প্রযুক্তি ব্যবহারে গুরুত্বারোপ করেন।

স্মার্ট চট্টগ্রাম রোডম্যাপ নিয়ে জেলা প্রশাসনের গৃহীত কার্যক্রম নিয়ে উচ্ছাস প্রকাশ করে আইসিটি সচিব মো. সামসুল আরেফিন তার বক্তব্যে জানান কোয়ান্টাম কম্পিউটিশন এবং ফিউশন এনার্জি নিয়ে নতুন প্রজন্মকে জানতে হবে। মতবিনিময় সভায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধভূমিধস ঠেকাতে প্রয়োজন সচেতনতা
পরবর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতালকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বীকৃতি