শিক্ষার্থীদের মধ্যে শুদ্ধাচার ছড়িয়ে দিতে হবে

সেমিনার বক্তারা

| মঙ্গলবার , ৯ মে, ২০২৩ at ৬:১৮ পূর্বাহ্ণ

পটিয়ায় শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) উদ্যোগে জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক এক সেমিনার গতকাল সোমবার ব্যানবেইস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পটিয়া উপজেলা সহকারি প্রোগ্রামার রাজিয়া সুলতানার সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোজাম্মেল হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আতিকুল মামুন। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রমাকান্ত মজুমদার, পরিসংখ্যান কর্মকর্তা মীর এন নাজমুস সাকিব, ,টি,এম, তোহা, আবদুর রাজ্জাক। সেমিনারে পটিয়া উপজেলাকে চট্টগ্রামের প্রথম ডিজিটাল উপজেলায় পরিণত করার পদক্ষেপ হিসেবে শুদ্ধাচার চর্চায়ও অগ্রসর হওয়ার পরিকল্পনা প্রনয়ন, কৌশল গ্রহন ও বাস্তবায়নের উপায় নিয়ে দিক নির্দেশনা দেয়া হয়। সেমিনারে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শুদ্ধাচার কৌশল প্রণয়নে গুরুত্ব দেয়া হয়। উপজেলার প্রত্যেক কলেজ ও মাদ্রাসার প্রিন্সিপাল এবং মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ এতে অংশ গ্রহন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঘুমধুম থেকে বিয়ার ও বিদেশী মদসহ মোটরসাইকেল জব্দ
পরবর্তী নিবন্ধচবি হলুদ দলের ঈদ পুনর্মিলনী