বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্ম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে গতকাল ৮ মে সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন বর্ণমালার হাট নিজস্ব কার্যালয়ে আলোচনা ও স্মরণানুষ্ঠানের আয়োজন করে। আলোচনায় বক্তারা বলেন, রবীন্দ্র নাথ বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র। তিনি তার লেখনির মাধ্যমে বাংলা সাহিত্য সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। তার সাহিত্য ও গান বাঙালির চিন্তাবোধ ও রুচি বোধের ব্যাপক পরিবর্তন ঘটায়। তাঁর সাহিত্যে বাঙালির স্বাধিকার ও জাগরণের বীজ রোপিত ছিল। তাই বর্তমান অপসংস্কৃতি রোধে রবীন্দ্র সাহিত্য চর্চা অপরিহার্য। সংগঠনের সভাপতি কর আইনজীবী সঞ্জয় আচার্য্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কর আইনজীবী বিজয় ভট্টাচার্যের সঞ্চালনায় আলোচনা ও স্মরণানুষ্ঠানে বক্তব্য রাখেন সহ–সভাপতি কর আইনজীবী জাবেদ আহমেদ, রিংকু দত্ত, কুতুব উদ্দিন, বসন্ত আশীষ সুমন দাশ, তাজুল ইসলাম, মাহির দে, শুভ পাল প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন অস্মিতা আচার্য্য, তৃষা আচার্য্য, চন্দ্রিমা রায় চৌধুরী, প্রজ্ঞা রায় চৌধুরী, অর্ণব দত্ত, আকশিতা কর হৃদি, বীরেশ্বর আচার্য্য।
বীরকন্যা প্রীতিলতা ট্রাস্ট : পটিয়াস্থ ধলঘাট বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টে সোমবার বীরকন্যা প্রীতিলতা সাংস্কৃতিক ভবনের মাস্টারদা সূর্যসেন মিলনায়তনে রবীন্দ্র–নজরুল জয়ন্তী উৎসব ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি পংকজ চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ে অব. কমান্ডার, বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী সত্যজিৎ দাশ কাঞ্চন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা প্রবোধ রায় চন্দন। আরো বক্তব্য রাখেন অনুপম বড়ুয়া, বিজয় ঘোষ, কৃষ্ণা চক্রবর্ত্তী, জাহাঙ্গীর আলম, গৌতম চৌধুরী, অমিত চক্রবর্ত্তী, মিসেস সোমালী রায় লাকী, সুলতানা রাজিয়া, বাচ্চু পালিত, বরুণ পালিত, সেতু চক্রবর্ত্তী, হৈমন্তী দে প্রমুখ।
সভায় বক্তারা বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অবদানের বিষয়ে বিশদভাবে আলোচনা করেন। পরে প্রীতিলতা সাংস্কৃতিক জোটের শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
রিডার্স ইংলিশ স্কুল : নগরীর চান্দগাও রিডার্স ইংলিশ স্কুলের উদ্যোগে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মজয়ন্তী উদযাপন ও মা দিবসের আলোচনা সভা গতকাল সোমবার স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ ফিরোজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পরিষদের চেয়ারম্যান মঈনুদ্দীন কাদের লাভলু। আলোচনায় অংশ নেন সেলিনা আকতার, আকলিমা হাশেম, ইফসানুল ইসলাম, সুস্মিতা চৌধুরী, আনিশা দাশ গুপ্ত, প্রিয়াংকা বড়ুয়া, নাবিলা হাসান, সাকী, সাদিয়া আকতার, আশরাফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ৫ জন নির্বাচিত মাকে সংবর্ধিত করা হয়। শেষে আনিশা দাশের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়।











