সিপিডিএলের প্রেসিডেন্ট ইফতেখার হোসেনের মায়ের দাফন সম্পন্ন

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৯ মে, ২০২৩ at ৬:১১ পূর্বাহ্ণ

সিপিডিএল পরিবারের চেয়ারম্যান আবুল হোসেন চৌধুরীর সহধর্মিণী এবং দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও সিপিডিএলের প্রেসিডেন্ট ইঞ্জি. ইফতেখার হোসেনের মাতা মোছা. শাহনাজ আকতারের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সকাল ১০টায় সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ মাঠে নামাজে জানাযা শেষে নগরীর মিসকিন শাহ মাজার কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। গত ৭ মে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহনাজ আকতার মৃত্যুবরণ করেন। মরহুমা ১ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

শাহনাজ আকতারের মৃত্যুতে চিটাগাং চেম্বার পরিচালকমন্ডলীর পক্ষে সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহসভাপতি তরফদার মো. রুহুল আমিন ও সহসভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ বলেন, মরহুমার মৃত্যুতে যে শোক ও শুন্যতার সৃষ্টি হয়েছে তা যাতে পরিবারের সদস্যবৃন্দ সহ্য করতে পারেন সেজন্য পরম করুণাময় আল্লাহ্‌তা’লার রহমত কামনা করেন। এছাড়া দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ইফতেখার হোসেনের মাতা শাহনাজ আকতারের মৃত্যুতে চট্টগ্রাম১১ আসনের সংসদ সদস্য এম. . লতিফ গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় তিনি বলেনমরহুমার অক্লান্ত শ্রম ও দূরদর্শী প্রেরণার কারনে তাঁর পুত্র কন্যাগণ স্বস্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়ে সফল ও সমুজ্জ্বল কৃতিত্বের অধিকারী হতে পেরেছেন। তিনি মরহুমার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

পূর্ববর্তী নিবন্ধকাট্টলীবাসীর পাশে বিশুদ্ধ পানি নিয়ে দাঁড়ালেন এম. মনজুর আলম
পরবর্তী নিবন্ধজনগণের নিত্য ভোগ্যপণ্য সিন্ডিকেটের টার্গেট : সুজন