কাট্টলীবাসীর পাশে বিশুদ্ধ পানি নিয়ে দাঁড়ালেন এম. মনজুর আলম

| মঙ্গলবার , ৯ মে, ২০২৩ at ৬:১১ পূর্বাহ্ণ

তীব্র খড়ায় প্রচন্ড তাপদাহে অতিষ্ট উত্তর কাট্টলীবাসীর বিশুদ্ধ পানির চাহিদা পূরণে পাশে দাঁড়ালেন চসিক সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম। আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের আওতায় গতকাল সোমবার ট্রাস্টের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলমের পক্ষে চট্টগ্রাম ওয়াসা থেকে দুই ভাউচার বিশুদ্ধ পানি ক্রয় করে বিনামূল্যে ঘরে ঘরে পৌঁছে দেন। এ সময় মোহাম্মদ সাইফুল আলম বলেন, আমার পিতা মানবসেবার ব্রত নিয়ে মানুষের দুর্যোগদুর্বিপাকে পাশে থাকেন। চলমান তীব্র তাপদহে মানুষ এখন অতিষ্ট। মাটির নিচের পানির স্তর আরো নিচে নেমে যাওয়ায় ডিপটিউবওয়েল থেকে মানুষ পানি পাচ্ছে না। জীবন রক্ষায় আমরা মানুষের পাশে আছি। এ কার্যক্রমে তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। এ সময় আকবর শাহ থানা আওয়ামী লীগের সহসভাপতি লোকমান আলী, সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, মাসুদুল আলম, সাঈদ রাব্বী, রেজাউল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে ছাত্রলীগের কমিটি গঠনের পরদিন তিন নেতার পদত্যাগ
পরবর্তী নিবন্ধসিপিডিএলের প্রেসিডেন্ট ইফতেখার হোসেনের মায়ের দাফন সম্পন্ন