ফটিকছড়িতে ছাত্রলীগের কমিটি গঠনের পরদিন তিন নেতার পদত্যাগ

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ৯ মে, ২০২৩ at ৬:১০ পূর্বাহ্ণ

ফটিকছড়ির দাতমমারা ইউনিয়ন ছাত্রলীগের ৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণার পরদিন তিন নেতা পদত্যাগ করেছেন। গত রোববার উপজেলার দাঁতমারা ইউনিয়নে এই ঘটনা ঘটে।

পদত্যাগকারী তিন নেতা হলেনপারভেজ উদ্দিন সোহেল, মো. তৈয়ব এবং জাহাঙ্গীর আলম। তাদের মধ্যে পারভেজ উদ্দিন সোহেল ও মো. তৈয়বকে নতুন কমিটির সহসভাপতি এবং মো. জাহাঙ্গীর আলমকে নতুন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।

পদত্যাগকারী তিন নেতার অভিযোগ, নতুন কমিটিতে নিজেদের সঠিকভাবে মূল্যায়ন না করে ছাত্র রাজনীতিতে অপেক্ষাকৃত জুনিয়রদের সভাপতিসাধারণ সম্পাদক বানানো হয়েছে। মাঠের রাজনীতিতে না থাকাদেরও কমিটিতে পদ দেয়া হয়েছে। তাছাড়া নতুন কমিটির একাধিক সদস্য এলাকায় চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত। তাছাড়া যুবলীগের কমিটিতে থাকা একজনকেও ছাত্রলীগের কমিটিতে পদ দেয়া হয়েছে বলে দাবি তাদের।

অভিযোগের বিষয়ে ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জামাল উদ্দিন বলেন, দাঁতমারা ইউনিয়নের নতুন কমিটিতে মেধাবী ও যোগ্যদের পদ দেয়া হযেছে। ছাত্রলীগ একটা বৃহৎ সংগঠন, এই সংগঠনে সবাই দায়িত্ব নিতে চায়। আমরাও যোগ্য, মেধাবীদের দায়িত্ব দিতে চাই। কিন্ত সবাইকে তো আর সভাপতিসাধারণ সম্পাদক বানাতে পারব না।

পূর্ববর্তী নিবন্ধমোবাইল ট্যাব পেয়ে উচ্ছ্বসিত বোয়ালখালীর শিক্ষার্থীরা
পরবর্তী নিবন্ধকাট্টলীবাসীর পাশে বিশুদ্ধ পানি নিয়ে দাঁড়ালেন এম. মনজুর আলম