প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর পানিতে লবণাক্ততা বাড়ায় মা মাছ উজানের দিকে উঠে যাচ্ছে। গড়দুয়ারা, মোবারকখীল, সর্তাঘাট, ইন্দ্রাঘাট এলাকার হালদা নদীর তীরের মানুষের সাথে কথা বলে জানা যায়, সম্প্রতি নদীতে বড় বড় মাছের নড়াচড়া দেখা যাচ্ছে। যা আগে এই এলাকার মানুষ দেখেনি। নদী পাড়ের মানুষের আশঙ্কা উজানে মা মাছের বিচরণে এসব এলাকায় মাছ চোরদের উৎপাত বাড়তে পারে।
হালদা বিশেষজ্ঞ ড. মঞ্জুরুল কিবরীয়া নদী পাড়ের মানুষের কথা সমর্থন করে বলেন, লবণাক্ততা ও ঘূর্ণিঝড়ের আশঙ্কার মধ্যে মা মাছ পেটের ডিম ও নিজেকে রক্ষায় নিরাপদ আশ্রয় খুঁজতে উজানের দিকে চলে যেতে পারে। এমন পরিস্থিতিতে লোভী মৎস্যজীবীরা চুরি করে মাছ মারার সম্ভাবনা রয়েছে। বিষয়টি মাথায় রেখে হালদা সংশ্লিষ্ট সরকারি বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের প্রতি নদীর উপর নজরদারি বাড়ানোর অনুরোধ জানিয়েছেন বলে তিনি জানান। নদীর পানিতে লবণাক্ততা প্রসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে তীব্র গরমে নদীর পানিতে দিন দিন লবণাক্ততা বাড়ছে। তবে জোয়ারের সাথে ভেসে আসা লবণ পানি এখনো নদীর উজানের দিকে বেশিদূর যাচ্ছে না। এই গবেষকের মতে জোয়ারের পানি যতই উজানের দিকে যাবে ততই লবণাক্ততার মাত্রা কমবে। মাছের ডিম প্রসবকাল প্রসঙ্গে ড. কিবরীয়া বলেন, মা মাছ লবণাক্ততা ও ঘূর্ণিঝড়ের মত প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ডিম দেবে না। আশা করা হচ্ছে আগামী ১৪ মের মধ্যে আবহাওয়ার বিরূপ প্রভাব কেটে যাবে। এরপর ঝড় বৃষ্টি শুরু হলে ১৬ থেকে ২২ মের মধ্যে মা মাছ ডিম দেয়ার সম্ভাবনা থাকবে।