সীতাকুণ্ডের বিএম কন্টেনার ডিপোতে বিস্ফোরণ ও হতাহতের ঘটনায় দায়ের করা মামলায় পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেছেন আদালত। প্রতিবেদনে অব্যাহতি দেওয়া হয় অভিযুক্ত ৮ জনকে। গতকাল চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল মাজিস্ট্রেট আব্দুল্লাহ খান চূড়ান্ত প্রতিবেদনটি গ্রহণ করেন।
জেলা কোর্ট পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন। আদালত সূত্র জানায়, তথ্যগত ভুল উল্লেখ করে গত ২ মে মামলার আট অভিযুক্তকে অব্যাহতির সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদনটি জমা দেন তদন্তকারী সংস্থা জেলা গোয়েন্দা পুলিশ।
চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, বিএম কন্টেনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল না। এটি একটি দুর্ঘটনা। এ কারণে ডিপোর আট কর্মকর্তাকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।