বাঁশখালীতে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে হত্যা

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ৮ মে, ২০২৩ at ৯:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীর সরল ইউনিয়নের হাজিরখিল এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে মো. হামিদ উল্লাহ (৩৮) প্রকাশ কালামিয়া নামে একজনকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।

আজ সোমবার (৮ মে) ভোর সাড়ে ৩টার দিকে সরল ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ সরলের হাজিরখীল গ্রামে নিজের নতুন করা বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত হামিদ উল্লাহ একই এলাকার মৃত মাহফুজুর রহমানের ছেলে।

ঘটনার সময় স্ত্রী মতুর্জা বেগম (৩২), বড় ছেলে মিনহাজ(১০)ও আহত হয়েছে।

ঘটনার ব্যাপারে সরজমিনে পরিদর্শনকালে নিহতের স্ত্রী মর্তুজা বেগম ও ছেলেমেয়েরা জানান, আজ সোমবার ভোর সাড়ে ৩টার সময় কয়জন লোক এসে হামিদ উল্লাহ’র পুরাতন বাড়ির একটু দূরে উত্তরে নতুন বেড়ার ঘরে প্রবেশ করে তাকে উপর্যপুরি কুপিয়ে জখম করে।

এসময় তাকে বাঁচাতে এগিয়ে এসে স্ত্রী মতুর্জা বেগম এবং বড় ছেলে মিনহাজও আহত হয়। পরে হামিদের মৃত্যু নিশ্চিত হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ সময় পরিবারের সদস্যদের আর্তচিৎকারে এলাকার লোকজন জড়ো হয়। ভোরে বাঁশখালী থানা পুলিশ এসে মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণ করে এবং বিকাল সাড়ে ৪টার সময় মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসে স্বজনরা।

এ সময় শত শত লোকের আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে উঠে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, “সরলের হামিদ উল্লাহের হত্যায় জড়িতদের গ্রেফতারে পুলিশ মাঠে রয়েছে। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে প্রকৃত আসামী নিশ্চিত করা যাবে।”

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় সরকারি জায়গায় নির্মাণাধীন পাকা স্থাপনা উচ্ছেদ
পরবর্তী নিবন্ধপাহাড়তলীতে ছুরিকাঘাতে ২ যুবককে হত্যা