গত ২৯ এপ্রিল পশ্চিম মোহরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র শফিউল ইসলাম রহিমকে নৃশংস হত্যার প্রতিবাদে গতকাল রোববার স্কুল পরিচালনা কমিটি শিক্ষিকাবৃন্দ, ছাত্র–ছাত্রী ও সহপাঠীবৃন্দের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
পরিচালনা কমিটির সভাপতি নাছির উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে একাত্বতা প্রকাশ করেন মোহরা ৫নং আওয়ামী লীগের আহ্বায়ক নাজিম উদ্দিন চৌধুরী, স্কুলের প্রধান শিক্ষিকা সুমনা চৌধুরী সহ অন্যান্য শিক্ষিকাবৃন্দ, মহানগর যুবলীগের সাবেক সদস্য নঈম উদ্দিন খান, ইউসুপ সরকার, ইকবাল হোসেন তারেক, মো. মামুন, মো. রাসেল, আইয়ুব খান, মোহাম্মদ রফিক প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশে যে শিশু নির্যাতন ও হত্যার ঘটনা ঘটছে, তা সমাজের চূড়ান্ত অবক্ষয়ের প্রতীক। প্রত্যেক শ্রেণি–পেশার মানুষকে নিজ নিজ জায়গা থেকে এর প্রতিবাদ ও প্রতিরোধ করতে হবে। কারণ শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত করা না গেলে দেশ ও সমাজ গভীর অন্ধকারে নিপতিত হবে। মানববন্ধনে অবিলম্বে খুনি আজমের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।