শেখ হাসিনা দেশে ফিরে এসেছেন বলেই বাংলাদেশ আজ বিশ্বের কাছে এক অপার বিস্ময় বলে মত প্রকাশ করেছেন চসিক সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল রোববার উত্তর কাট্টলীস্থ নিজ বাসভবনে ‘আমরা করবো জয়’ আয়োজিত গণতন্ত্র পুনরুদ্ধার দিবসের সভায় উক্ত মত প্রকাশ করেন তিনি।
এসময় তিনি বলেন আজকের ৭ মে এই দিনটি বাংলাদেশের মানুষের কাছে এক বিশেষ গুরুত্ব বহন করে। ২০০৭ সালের এই দিনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ঘোষিত জরুরি অবস্থা চলাকালীন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে শত প্রতিকূলতাকে উপেক্ষা করে দেশে ফিরে আসেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। স্বদেশ প্রত্যাবর্তনে শেখ হাসিনার ঐকান্তিক দৃঢ়তা, সাহস ও গণতন্ত্রকামী দেশবাসীর চাপে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হন। দেশে ফিরে আসেন শেখ হাসিনা। শেখ হাসিনার আগমন তাই হারানো গণতন্ত্র পুনরুদ্ধার, মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধার বলে মত প্রকাশ করেন তিনি।শেখ হাসিনা এসেছেন বলেই বাংলাদেশ বিশ্বের কাছে অপার বিস্ময়। তিনি নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানান। মহানগর ছাত্রলীগের সভাপতি এস এম ইমরান হাসান আহমেদ ইমুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মোহাম্মদ ইলিয়াছ, রুহুল আমিন তপন, আব্দুর রহমান মিয়া, সাইদুর রহমান চৌধুরী, মো. হোসেন, ছালেহ আহমদ জঙ্গী, নুরুল কবির, মোরশেদ আলম, সমীর মহাজন লিটন, মো. শাহজাহান, জাহাঙ্গীর আলম, শহীদুল আলম লিটন, মো. ওয়াসিম, মনিরুল হক মুন্না প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।