দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় : লেখক ও দার্শনিক

| সোমবার , ৮ মে, ২০২৩ at ৬:০৭ পূর্বাহ্ণ

দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় (১৯১৮১৯৯৩)। প্রখ্যাত মার্কসবাদী দার্শনিক ও লেখক। তিনি প্রাচীন ভারতের দর্শনের বস্তুবাদকে উদ্ঘাটন করেছেন। তাঁর সবচেয়ে বড় কাজ হল লোকায়তের প্রাচীন দর্শনকে তিনি বিরুদ্ধপক্ষের বিকৃতি হতে রক্ষা করেন এবং তা সংগ্রহ ও প্রকাশ করেছেন। এছাড়াও তিনি প্রাচীন ভারতের বিজ্ঞানের ইতিহাস ও বিজ্ঞানের পদ্ধতি সম্পর্কেও গবেষণা করেছেন বিশেষ করে প্রাচীন চিকিৎসক চরক ও সুশ্রুত সম্পর্কে। তিনি ১৯১৮ সালে ১৯ নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। ভারতীয় দর্শন এবং রাজনীতি, মার্সকবাদ, সাম্যবাদী লেখা ও গবেষণার দিকে ঝোঁক ছিলো তার। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে ১৯৩৯ সালে বি এ এবং ১৯৪২ সালে এম এ পাস করেন। তারপর তিনি পেশা হিসেবে গ্রহণ করেন অধ্যপনাকে। অধ্যাপক দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় ছিলেন দর্শনশাস্ত্রের বিশেষজ্ঞ এবং বিজ্ঞানের ইতিহাসকার। তিনি ছিলেন কৃতিমেধাবী ছাত্র। কলেজবিশ্ববিদ্যালয়ে তিনি পড়েছিলেন দর্শন নিয়ে। এছাড়াও তার আসল চর্চা ছিল কবিতা লেখা। হতে চেয়েছিলেন নন্দনতত্ত্ববিদ। দেবীপ্রসাদের ইচ্ছে ছিল নন্দনতত্ত্ব নিয়ে গবেষণা করবেন। ১৯৩৯ সালের সেপ্টেম্বর মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তখনকার বিখ্যাত ছাত্রনেতা বিশ্বনাথ মুখার্জির সঙ্গে তার আলাপ হয় এবং কমিউনিস্ট পার্টিতে সম্পৃক্ত হন। কবিতা লেখার বাইরেও দেবীপ্রসাদ কিশোর সাহিত্য, অসাধারণ মজাদার ব্যাঙ্গরচনা, পুস্তক লিখেছেন। পরে তিনি ভারতীয় দর্শন, লোকায়ত দর্শন, বিজ্ঞানের ইতিহাস, ভারতের বস্তুবাদ প্রসঙ্গে, ভাববাদ খণ্ডন, বিজ্ঞান কী ও কেন?, জানবার কথা ইত্যাদি শিক্ষামূলক গ্রন্থ রচনা করেন। ১৯৫৪ সালে নিখিল ভারত সাহিত্য সম্মেলনএর তিরিশ বছর উপলক্ষে অধিবেশন বসে লখনউএ। তখন দেবীপ্রসাদের বয়স মাত্র ৩৬ বছর। সেখানে তাঁকেই শিশুসাহিত্য শাখার সভাপতি করা হয়। বস্তুবাদী দার্শনিক দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় প্রাচীন ভারতের ভাববাদী দর্শনের শিকড় সন্ধান করেছিলেন এবং তিনি ব্যাখ্যা করেছিলেন কীভাবে ভারতীয় দর্শনে বস্তুবাদী দর্শনের উদ্ভব ও বিকাশ হয়েছিল। দেবীপ্রসাদ দর্শন ও তার ইতিহাসের ক্ষেত্রে মার্কসবাদের সৃষ্টিশীল প্রয়োগের সার্থক রূপকার। দেবীপ্রসাদ ভারততত্ত্বের বহু খণ্ড বিচ্ছিন্ন সমস্যাকে একসূত্রে গ্রথিত করে একটা গ্রহণযোগ্য ব্যাখ্যা ও সমাধান দিতে পেরেছেন, তিনি এই নতুন দৃষ্টিভঙ্গি পেয়েছেন নিঃসন্দেহে মার্কসবাদ থেকে। একেই বলে মার্কসবাদকে আয়ত্ত করে তাকে আরও বিকশিত করা। এই কৃতিত্বের দ্বারা দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় স্মরণীয় এবং তার গবেষণা দ্বারা ভারততত্ত্ব সমৃদ্ধ। তিনি ১৯৯৩ খ্রিষ্টাব্দের ৮মে মৃত্যুবরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধনিয়োগ পরীক্ষায় মোবাইল ও ব্যাগের নিরাপত্তা চাই