কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে উচ্চ মাত্রার মাদক ক্রিস্টাল মেথ আইসের একটি বড় চালান জব্দ করেছেন র্যাব –১৫ সদস্যরা। এ সময় গ্রেপ্তার করা হয় ৪ জন মাদক চোরাকারবারীকে। তাদের মধ্যে পুলিশের সাবেক এক সদস্যও রয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় কক্সবাজার ব্যাটালিয়ন র্যাব–১৫ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি জানান, অভিযানে উদ্ধার করা হয়েছে ২৪ কেজি ২০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস। যার আনুমানিক মূল্য একশ’ ২০ কোটি টাকা।
মাদক উদ্ধার অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হল– উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার মোহাম্মদ ইমরান ওরফে ইরান মাঝি (৩৩), তার ভাই মোহাম্মদ রুবেল ওরফে ডাকাত রুবেল (২৬), উখিয়ার রাজাপালং ইউনিয়নের মো. আলাউদ্দিন (৩৫) এবং টেকনাফের জয়নাল আবেদীন ওরফে কালাবদা (৩৭)। র্যাবের দাবি, গ্রেপ্তারকৃতদের মধ্যে মোহাম্মদ ইমরান ওরফে ইরান মাঝি সীমান্তে মাদক চোরাকারবার চক্রের অন্যতম হোতা। তার বিরুদ্ধে মাদকসহ ৭টির বেশি মামলা রয়েছে। মো. আলাউদ্দিন সাবেক পুলিশ সদস্য। তিনি ইরান মাঝির অন্যতম সহযোগী এবং সমপ্রতি বিজিবির অভিযানে ২১ কেজি আইস উদ্ধার ঘটনায় আটক গডফাদার বুজুরুজ মিয়ার নিকটাত্মীয়। ২০১৭ সালে মাদক বহন ও পাচারের অভিযোগে পুলিশের চাকরি থেকে তাকে বহিষ্কার করা হয়।
খন্দকার আল মঈন দাবি করেন, এই অভিযানে উদ্ধার করা ২৪ কেজি ২০০ গ্রামের চালানটি দেশে এ পর্যন্ত উদ্ধার হওয়া ক্রিস্টাল মেথ আইসের সর্ববৃহৎ মাদকের চালান। তিনি বলেন, ইরান মাঝির নেতৃত্বে উখিয়া সীমান্তে মাদক চোরাকারবারের চক্র সক্রিয় রয়েছে। চক্রটি সীমান্তের দুর্গম পথ দিয়ে মিয়ানমার থেকে মাদকের চালান আনার পর গভীর পাহাড়ের ভেতরের আস্তানা ও রোহিঙ্গা ক্যাম্পে তা মজুত করে রাখে। সুবিধাজনক সময়ে বিভিন্ন কৌশলে কক্সবাজার ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক পাচার করে। নির্মাণাধীন একটি ভবনে কৌশলে প্যাকেটজাত করে লুকিয়ে রাখা অবস্থায় এগুলো উদ্ধার করা হয়েছে। কক্সবাজার ও ঢাকায় আটককৃতদের শক্ত সহযোগী রয়েছে। মাদক বিক্রির অর্থ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন হয়ে থাকে বলে ব্রিফিংয়ে জানানো হয়। গ্রেপ্তারকৃত ৪ জনের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা হয়েছে।
এর আগে গত ২৬ এপ্রিল উখিয়ার পালংখালীর রহমতের বিল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২১ কেজি ৯০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১০ দিনের ব্যবধানে উখিয়ার পালংখালী সীমান্ত এলাকা থেকে বিজিবি ও র্যাবের পৃথক অভিযানে এসব মাদক আইস উদ্ধারের ঘটনা ঘটলো।