অসহ্য তাপদাহে জনজীবনে চরম দুর্ভোগ

আজাদী প্রতিবেদন | সোমবার , ৮ মে, ২০২৩ at ৫:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামে এখন বয়ে যাচ্ছে মৃদু তাপদাহ। এই তাপদাহে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। অসহ্য তাপদাহ থেকে বাঁচতে নগরবাসী এখন এক পশলা বৃষ্টির জন্য আকাশের দিকে তাকিয়ে আছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি এবং পরবর্তীতে তা আরো ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার পূর্বাভাস দেয়া হয়। এছাড়া পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের আগে দেশজুড়ে বয়ে যেতে পারে মৃদু থেকে মাঝারি তাপদাহ।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মে মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২ টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি মাসের দ্বিতীয় সপ্তাহে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

ভারতের বিশেষায়িত আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র (আরএসএমসি) জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ৯ মের দিকে নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আন্দামান দ্বীপের কাছে ১০ মের দিকে গভীর নিম্নচাপ এবং ১১মের দিকে রূপ নিতে পারে তীব্র ঘূর্ণিঝড়ে। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে নাম হবে ‘মোখা’। নামটি দিয়েছে ইয়েমেন।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং পরবর্তীতে এটি ঘণীভূত হতে পারে। অপরদিকে দেশের বিভিন্ন জেলায় মৃদু থেকে মাঝারি তাপদাহ বয়ে যাচ্ছে। এটি আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ১ হাজার ৯৫৮ জন অনুপস্থিত, বহিস্কার দুই পরীক্ষার্থী
পরবর্তী নিবন্ধডুলাহাজারার রিজার্ভ পাড়া খোদ বনবিভাগের ‘মাথা ব্যথা’র কারণ