ডিজেবলদের নিয়ে বিশ্ব জিততে চান আকরাম খান

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ৭ মে, ২০২৩ at ৬:২৫ পূর্বাহ্ণ

কারো একটি হাত নেই। আবার কারো নেই পা। আবার কারো হাত পা থাকলেও তা সচল না। কেউ খোড়া আবার কেউ বিকলাঙ্গ। শরীরে রয়েছে তাদের নানা সীমাবদ্ধতা। কিন্তু মনে রয়েছে অসীম সাহস আর অদম্য স্পৃহা। আর সে অদম্য সাহসের বলে ক্রিকেট মাঠ দাপিয়ে বেড়াচ্ছে তারা। বলছি বাংলাদেশের শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের কথা। সমাজের অবহেলিত এই সব ক্রিকেটারদের নিয়ে বিশাল স্বপ্ন দেখছেন বাংলাদেশের ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি আকরাম খান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই পরিচালক ডিজেবল ক্রিকেট কমিটির চেয়ারম্যানও। দেশের ক্রিকেটের সর্বকালের সেরা এই তারকা শুধু স্বপ্ন দেখছেন না স্বপ্ন দেখাচ্ছেনও। আকরাম খানের আশা আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশের শারীরিক প্রতিবন্ধীরা বিশ্ব জয় করবে। আর সে লক্ষ্যে কাজ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তিনি বলেন ডিজেবলরা সমাজের বোঝা নয়। তাদেরকে সঠিকভাবে পরিচর্যা করতে পারলে তারা সমাজের জন্য সম্পদ হতে পারে। আমরা এদেরকে সমাজের সম্পদে পরিনত করতে চাই। আকরাম খান বলেন আমাদের দেশে অনেক আগে থেকে ডিজেবল ক্রিকেট চালু রয়েছে। তবে সেটা ছিল ক্লাব কিংবা ব্যক্তি কেন্দ্রিক। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার এই শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে কাজ শুরু করেছে। আমরা এখন নিয়মিত এই ক্রিকেট আয়োজন করব। ঢাকায় এরই মধ্যে ছয়টি দল নিয়ে একটি টুর্নামেন্ট শুরু হয়েছে। সে টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে আকরাম খান বলেন এই মানুষগুলোকে আমরা সম্পদে পরিনত করতে চাই। এদের হাত দিয়ে আমরা বাংলাদেশের জন্য বিশ্বকাপ আনতে চাই। আর সেজন্য আমরা সবধরনের প্রচেষ্টা চালিয়ে যাব। আকরাম খানের হাত ধরে বাংলাদেশের ক্রিকেট পেয়েছে অনেক অর্জন। আইসিসি ট্রফি জয়ী এই অধিনায়কের হাত ধরে প্রথম ওয়ানডে ক্রিকেট ম্যাচও জিতেছে। দেশের ক্রিকেটের অনেক পরিবর্তন এসেছে আকরাম খানের হাত ধরে। এবার তিনি নেমেছেন নতুন এক চ্যালেঞ্জ নিয়ে।

তিনি বলেন আমরা নতুন করে শুরু করলাম একটি নতুন ইভেন্ট। যদিও এটা একটা চ্যালেঞ্জের। তারপরও আমরা আশা করছি এই ডিজেবল ক্রিকেট দল দিয়ে দেশের জন্য সাফল্য এনে দিতে পারব। আমরা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এগুচ্ছি। তবে হয়তো একটু সময় লাগবে। এই টুর্নামেন্ট থেকে আমরা ভাল খেলা ক্রিকেটারদের নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করব। এরপর দেশে বিদেশে তাদের নিয়ে সিরিজ খেলার ব্যবস্থা করব। এরপর বিশ্ব জয়ের মিশনে নামব আমরা এই সব অদম্য সাহসী ক্রিকেটারদের নিয়ে। তিনি বলেন আশা করছি আমরা সফলকাম হতে পারব।

পূর্ববর্তী নিবন্ধফাইনালে বাদশা মিয়া স্মৃতি ও জেডিসি
পরবর্তী নিবন্ধহার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু যুবাদের