হাটহাজারীর ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে তৃণমূল কর্মীসভা ও ঈদ পুনর্মিলনী গতকাল শনিবার ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শামীমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী, উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম। বক্তব্য রাখেন চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, অ্যাডভোকেট বাসন্তী প্রভা পালিত, সৈয়দা শাহেদা সুলতানা, অ্যাডভোকেট মোস্তফা আনোয়ারুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে উন্নয়ন বিরোধী অপশক্তি বহুমুখী ষড়যন্ত্রে লিপ্ত। তিনি এই অপশক্তি মোকাবেলায় জনগণের নেতা কর্মীদের সচেষ্ট থাকার জন্য আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।










