দেশ বিরোধী ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ–সভাপতি এবং সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল শনিবার নগরীর টোল রোডস্থ একটি রেস্টুরেন্টে দিনব্যাপী নতুন আত্মপ্রকাশকৃত মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বীবিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘আমরা করবো জয়’ আয়োজিত রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উক্ত আহ্বান জানান সুজন।
সকালে ফুটবল, মোরগ লড়াই, হা–ডুডু, দাবা, লুডু খেলার মধ্য দিয়ে কর্মশালার শুরু হয়। বিকেলে মূল কর্মশালায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি এস এম ইমরান হাসান আহমেদ ইমু। অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, সাবেক ছাত্রনেতা শওকত হোসাইন, ফরহান আহমেদ, মো. সালাউদ্দিন, মাঈনুল হক লিমন, মহিউদ্দিন শাহ, তারেক হায়দার বাবু, নুরুল কবির, মোরশেদ আলম, আবুল হাসান সৈকত, সমীর মহাজন লিটন, স্বরূপ দত্ত রাজু, ফেরদৌস মাহমুদ আলমগীর, পাভেল ইসলাম, লোকমান হোসেন, মো. ইব্রাহীম বাপ্পী, হাসান মুরাদ প্রমুখ। কর্মশালায় আগত কর্মীরা প্রাণখুলে তাদের বক্তব্য উপস্থাপন করেন এবং যেকোন কর্মসূচিতে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।