পটিয়ায় বীরমুক্তিযোদ্ধা মহসীন খান ফাউন্ডেশন আয়োজিত এলাকার বিভিন্ন পেশার সফল ব্যক্তিদের নিয়ে ‘সফলদের সাফল্যগাথা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক গত বৃহষ্পতিবার স্থানীয় একটি রেস্তোরাঁয় সংগঠনের সচিব ফারুখ আহম্মদের সঞ্চালনায় ও কো– চেয়ারম্যান মুহাইমেনুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানুর উদ্বোধনী ভাষণের মাধ্যমে শুরু হওয়া এ আয়োজনে সংবর্ধেয় অতিথি ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত গবেষক মুহাম্মদ শামসুল হক। সফলদের সাফল্যগাথায় নিজেদের জীবনের চড়াই–উতরাই,সংগ্রাম–সংকট তথা সফলতার পেছনের কথাগুলো তুলে ধরেন চুয়েটের শিক্ষক সমিতির সভাপতি ড. আবু সাদাত মো. সায়েম, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তিন পার্বত্য জেলার প্রকল্প পরিচালক প্রকৌশলী উজ্জ্বল বড়ুয়া, চুয়েটের সহযোগী অধ্যাপক তিলক কুমার দাশ, বাংলাদেশ পুলিশের এডিশনাল এসপি পংকজ বড়ুয়া, উর্ধ্বতন ব্যাংক কর্মকর্তা সুমন বড়ুয়া। উপস্থিত ছিলেন মোহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান, প্রধান শিক্ষক উদয়ন বড়ুয়া, কনক বড়ুয়া, আবদুর রহমান রুবেল, পলাশ রক্ষিত প্রমুখ। উল্লেখ্য–বীরমুক্তিযোদ্ধা মহসীন খান ফাউন্ডেশনের কলেজ–বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৩৭ জন শিক্ষার্থীদের নিয়ে এ গোলটেবিল বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।