গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে গেল রেজা-নূরের গণঅধিকার পরিষদ

| রবিবার , ৭ মে, ২০২৩ at ৫:২৯ পূর্বাহ্ণ

বিএনপির সঙ্গে সরকার হটানোর যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চের জোট থেকে বেরিয়ে গেছে বাংলাদেশ গণঅধিকার পরিষদ। তবে রেজা কিবরিয়া ও নুরুল হক নূরের নেতৃত্বাধীন দলটি সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে এককভাবে যুক্ত থাকার কথা জানিয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় পুরানা পল্টনে দলটির কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতে এ সিদ্ধান্ত হয়েছে। খবর বিডিনিউজের।

২০২২ সালের ৮ আগস্ট সাতটি দল নিয়ে গণতন্ত্র মঞ্চ গঠিত হয়। আর সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া এবং ডাকসুর সাবেক ভিপি ও ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সাবেক নেতা নূর নতুন দল গণঅধিকার পরিষদ গড়ে তোলেন।

গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়া যাওয়ার কারণ ব্যাখ্যায় নূর বলেন, বেরিয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে যে, এই চলমান আন্দোলনসংগ্রামে আমাদের প্রতি মানুষের একটা ব্যাপক প্রত্যাশা আছে যে, আমরা যেভাবে ছাত্র আন্দোলনে ভূমিকা রেখেছি এবারও সেরকম একটা ভূমিকা রাখি। এখন গণতন্ত্র মঞ্চের মধ্য থেকে চাইলেও তো আমাদের মতো সিদ্ধান্ত নেওয়া যায় না। সেই কারণে আমরা মনে করেছি যে, আমরা আলাদা থাকলে সকলের সাথে সমন্বয় করে একটা ভূমিকা নিতে, কর্মসূচি নিতে আমাদের জন্য সহজ হবে। সেটা এই মুহূর্তের আন্দোলন সংগ্রামের জন্য ভালো হবে। এছাড়া গণতন্ত্রের মঞ্চের শরিকদের সঙ্গে কাজের জায়গায় কিছু ‘অমিল ও মনোমালিন্যে নেতাকর্মীদের মধ্যে অসন্তুষ্টির’ জায়গা তৈরি হয়েছিল বলেও জানান তিনি।

দলের সদস্য সচিব নূর বলেন, আপাতত ওই বিষয়গুলো সামনে এনে নিজেদের মধ্যে তিক্ততা সৃষ্টি করতে চাচ্ছি না। মূর্দা কথা আমরা বৃহত্তর আন্দোলনে দলগতভাবে শক্তিশালী ভূমিকা গ্রহণের জন্য আজকে কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে গণ অধিকার পরিষদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গণতন্ত্র মঞ্চের সঙ্গে জোটবদ্ধ কর্মসূচিতে সীমাবদ্ধ না থেকে গণঅধিকার পরিষদের নিজস্ব উদ্যোগে চলমান যুগপৎ আন্দোলনে থাকা এবং সব দলের সঙ্গে রাজপথে সমন্বিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে।

এখন গণতন্ত্রে মঞ্চের জোটে থাকা দলগুলো হচ্ছেআসম আবদুর রবের জেএসডি, মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য, সাইফুল হকের বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জোনায়েদ সাকীর গণসংহতি আন্দোলন, শেখ রফিকুল ইসলাম বাবলুর বাংলাদেশ ভাসানী অনুসারী পরিষদ ও হাসনাত কাইয়ুমের রাষ্ট্র সংস্কার আন্দোলন।

পূর্ববর্তী নিবন্ধজুনে সংস্কার কাজ শুরু ট্রেন চলবে সেপ্টেম্বরে
পরবর্তী নিবন্ধপাগলা মসজিদে মিলেছে ৫ কোটি ৫৯ লাখ টাকা