মীরসরাইয়ে ধুম বিবেকানন্দ সমিতির শতবর্ষ পূর্তি উদযাপন

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ৬ মে, ২০২৩ at ৬:২১ পূর্বাহ্ণ

বিবাদ নয়, সহায়তা : বিনাশ নয়, পরস্পরের ভাব গ্রহণ; মতবিরোধ নয়, সমন্বয় ও শান্তি’ স্বামী বিবেকান্দের এই বাণীকে পাথেয় করে মীরসরাইয়ের ৪নং ধুম ইউনিয়েনের ধুম বিবেকানন্দ সমিতির শতবর্ষ পূর্তি উদ্‌যাপন উপলক্ষে গতকাল শুক্রবার দুপুরে দক্ষিণ কালিকা মন্দির প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দের জীবনাদর্শ শীর্ষক আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের অধ্যক্ষ শক্তিনাথানন্দজী মহারাজের সভাপতিত্বে ও অলক ঘোষের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য প্রফেসর বেনু কুমার দে, বিশেষ অতিথি ছিলেন ফতেয়াবাদ রামকৃষ্ণ সেবাশ্রমের তত্ত্বাবধায়ক স্বামী পূর্ণব্রতানন্দজী মহারাজ, চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সহসম্পাদক তাপস হোড়, সীতাকুন্ড রামকৃষ্ণ সেবাশ্রমের সহসভাপতি লায়ন তপন দত্ত, মীরসরাই ধুম বিবেকানন্দ সমিতির সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্র নাথ, বারইয়ারহাট ডিগ্রি কলেজের অধ্যাপক সুনীল চন্দ্র নাথ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. দেবাশীষ পালিত, বেক্সিমকো গ্রুপের উপদেষ্টা বিনয়কৃষ্ণ নাথ প্রমুখ।

ধুম বিবেকানন্দ সমিতির সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্র নাথ বলেন , ১৯২২খ্রিঃ এই সমিতি প্রতিষ্ঠত হওয়ার পর থেকে নানা চড়াই উৎরাই পার হয়ে আজকের শতবর্ষের মাহেন্দ্রক্ষণে উপনীত হয়েছে। স্বামী বিবেকানন্দের জীবন ও কর্মের আদর্শকে ধারণ করে এই সমিতির সকল কার্যক্রমসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধশিশু রহিম হত্যাকারীদের শাস্তির দাবি
পরবর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ার মুদ্রায় হলুদ পতাকা নিয়ে আপত্তি ভিয়েতনামের