ধর্মীয় অনুশাসন মেনে সমপ্রীতির বন্ধন সুদৃঢ় করতে হবে

রাঙামাটির ধনপাতা বনবিহারে দীপংকর তালুকদার এমপি

রাঙামাটি প্রতিনিধি | শনিবার , ৬ মে, ২০২৩ at ৬:১৩ পূর্বাহ্ণ

বৌদ্ধ ধর্মাবলম্বীদের বৈশাখী পূর্ণিমা উপলক্ষে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নানা আয়োজনে রাঙামাটির কাপ্তাই উপজেলার জীপতলী ইউনিয়নের ধনপাতা বনবিহারে দিনব্যাপী বিভিন্ন দানানুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়েছে।

গতকাল শুক্রবার সকালে গৌতম বুদ্ধের জন্মতিথি ও বুদ্ধত্ব ও পরিনির্বাণ লাভ উপলক্ষে ধনপাতা বনবিহারের উদ্যোগে আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে বিহারে পঞ্চশীল গ্রহণের মধ্য দিয়ে অষ্টশীল গ্রহণ, অষ্টপরিষ্কার দান, সংঘদান ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি সাংসদ দীপংকর তালুকদার। এছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অভয় প্রকাশ চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সুবির কুমার চাকমা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দীপক চাকমাসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধর্মীয় অনুষ্ঠানে সাংসদ দীপংকর তালুকদার বলেন, বুদ্ধের সেই অমীয় ধর্মের বাণীগুলো বুকে ধারণ করে দেশ ও জাতি তথা বিশ্বের সব প্রাণীর মঙ্গলের জন্য কাজ করে যেতে হবে। হিংসা বিদ্বেষ বিভেদ ত্যাগ করতে হবে। সকল সমপ্রদায়কে মিলেমিশে বসবাস করতে হবে। ধর্মীয় অনুশাসন মেনে সমপ্রীতির বন্ধন সুদৃঢ় করতে হবে। সরকার সব ধর্মের মানুষের জন্য সমানভাবে কাজ করে যাচ্ছে। এসময় প্রধান ধর্মীয় আলোচক হিসেবে ধর্মীয় দেশনা প্রদান করেন, নন্দ পাল মহাস্থবির ভান্তে। সন্ধ্যায় বৌদ্ধ ধর্মীয় বিহারগুলোতে ফানুষ উড়ানোর মধ্যে দিয়ে উদযাপন অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

পূর্ববর্তী নিবন্ধসিইউসিবিএ শিক্ষার্থীদের মিলনমেলার প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় শ্রমিক লীগের আলোচনা সভা