চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেন্টার ফর বিজনেস এডমিনিস্ট্রেশন (সিইউসিবিএ) এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে আগামী ২৬ শে মে নগরীর চিটাগং অফিসার্স ক্লাবে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হবে।
এই উপলক্ষে গত বৃহস্পতিবার প্রোগ্রাম সাব–কমিটির একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রোগ্রাম সাব–কমিটির আহ্বায়ক মোহাম্মদ আমিনুল ইসলাম আগামী ১৫ তারিখের মধ্যে সকল এলামনাই ও বর্তমান শিক্ষার্থীদের উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ জানান।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. ইউছুফ, মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. মিজানুর রহমান, আশোক হোসেন রবিন, এবিএম শিহাব উদ্দিন, সোহরাব মোস্তফা রিকন, জাকির হোসেন, ইমতিয়াজ আহমেদ চৌধুরী, মোজাফফর হোসেন রাহাত, মো. আরাফাত আনোয়ার ইভান, মহিউদ্দিন রিয়াদ, মিজানুর রহমান, দিপেশ বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।