ওয়ানডেতে দ্রুততম ৫ হাজার রানের বিশ্বরেকর্ড বাবরের

স্পোর্টস ডেস্ক | শনিবার , ৬ মে, ২০২৩ at ৫:৪১ পূর্বাহ্ণ

বাবর আজম মানেই যেন রেকর্ড আর রেকর্ড। একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন পাকিস্তানের অধিনায়ক। গতকাল যেন ওয়ানডে ক্রিকেটে সবচাইতে দ্রুততম ৫ হাজার রানের রেকর্ড গড়লেন বাবর। কিউই লেগস্পিনার ইশ সোধিকে আলতো করে খেলেই নিলেন এক রান। আর সে সাথে বাবর আজমের নামের পাশে যোগ হয়ে গেলো আরেকটি কীর্তি। ওই রান পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে ওয়ানডেতে ৫ হাজারি ক্লাবে ঢুকে পড়লেন পাকিস্তান অধিনায়ক এবং সেটা বিশ্বরেকর্ড গড়ে। বাবর যেন রানমেশিন। ব্যাট হাতে নামলেই হাফ সেঞ্চুরি কিংবা সেঞ্চুরি করেই ফিরছেন। অবিশ্বাস্য ধারাবাহিকতার প্রতিমূর্তি পাকিস্তানি অধিনায়ক এবার ওয়ানডে ইতিহাসে দ্রুততম ৫ হাজার রানের মাইলফলক গড়েছেন। গতকাল শুক্রবার করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে এই বিশ্বরেকর্ডের মালিক হয়েছেন বাবর। ব্যক্তিগত ১৯ রানে পৌঁছানোর পরই দ্রুততম ৫ হাজার ছুঁয়ে ফেলেছেন পাকিস্তানি ব্যাটিং সেনসেশন। এই রেকর্ড গড়তে বাবরের লেগেছে ৯৭ ইনিংস। এর আগে ওয়ানডেতে দ্রুততম ৫ হাজার রানের মালিক ছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার হাশিম আমলা। তার লেগেছিল ১০১ ইনিংস। বাবর ৪ ইনিংস কম খেলেই পৌঁছে গেছেন সেই মাইলফলকে। ২০১৫ সালের মে মাসে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেকের আট বছরের মাথায় ৯৯ ম্যাচে ৬০ ছুঁইছুঁই গড়ে ৫ হাজার রান করলেন সময়ের সেরা ব্যাটসম্যানদের একজন। ২৬টি ফিফটির সঙ্গে গতকাল ১৮ তম সেঞ্চুরিটাও তুলে নিয়েছেন বাবর। পাকিস্তানি ব্যাটসম্যানদের মধ্যে রেকর্ডটি ছিল সাঈদ আনোয়ার ও মোহাম্মদ ইউসুফের। দুজনেরই লেগেছিল ১৩৮ ইনিংস। ওয়ানডেতে দ্রুততম ৪ হাজার রানের রেকর্ডও গড়ার সম্ভাবনা জাগিয়েছিলেন বাবর। তার লেগেছিল ৮২ ইনিংস। তার আগেই আমলা ৪ হাজার রান করেন ৮১ ইনিংস খেলে।

পূর্ববর্তী নিবন্ধজয় দিয়ে শুরু বক্সিরহাট ইয়ংম্যান্স ক্লাবের
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে শিশু কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত