চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে শুভ সুচনা করেছে বক্সিরহাট ইয়ংম্যান্স ক্লাব। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বক্সিরহাট ইয়ংম্যান্স ক্লাব ৬ উইকেটে পরাজিত করে মাদারবাড়ি মুক্তকন্ঠ ক্লাবকে। টসে হেরে ব্যাট করতে নামা মাদারবাড়ি মুক্তকন্ঠ ক্লাব শুরু থেকেই বক্সিরহাট ইয়ংম্যান্স ক্লাবের বোলিং তোপের মুখে পড়ে। বিশেষ করে মেহেদী হাসান তপু এবং নুরুদ্দিন শান্তর বোলিং এর মুখে পড়ে মোটেও সুবিধা করতে পারেনি মুক্তকন্ঠের ব্যাটাররা। শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে। মাঝখানে ইশতিয়াক খান হাফ সেঞ্চুরি করে দলের মান রক্ষা করেন। তিনি ছাড়া আর দুইজন মাত্র ব্যাটার দুই অংকের ঘরে যেতে পেরেছেন। তারা হলেন ওপেনার ফয়সাল এবং শেষের দিকে সোলায়মান। দুজনের ব্যাট থেকেই আসে ১০ রান করে। মুলত ইশতিয়াকের ব্যাটের উপর ভর করে শতরান পার করে মুক্তকন্ঠ। ৩৩.৫ ওভারে ১০৯ রান করে অল আউট হয় মাদারবাড়ি মুক্তকন্ঠ। দলের পক্ষে ইশতিয়াক ৭৫ বলে ৬টি চার এবং একটি ছক্কার সাহায্যে ৫৩ রান করেন। বাকি ৮ জন ব্যাটসম্যান মিলে করেছেন ১৪ রান। বক্সিরহাট ইয়ংম্যান্স ক্লাবের পক্ষে ২০ রানে ৪টি উইকেট নেন মেহেদী। ২১ রানে ৪টি উইকেট নিয়েছেন নুরুদ্দিন সুজন। একটি করে উইকেট নিয়েছেন আকরাম এবং জয় দাশ।
১১০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নামা বক্সিরহাট ইয়ংম্যান্স ক্লাবের দুই ওপেনার রাকিব হোসেন এবং গৌতম দাশ মিলে দলকে জয়ের কিনারায় নিয়ে যায়। এ দুজন উদ্বোধনী জুটিতে যোগ করেন ৮৯ রান। ৬৪ বলে ৫২ রান করে ফিরেন গৌতম। তিনি ৭টি চার এবং একটি ছক্কা মেরেছেন। এরপর মাত্র ৬ রান যোগ করতেই আরো তিন উইকেট হারায় বক্সিরহাট ইয়ংম্যান্স ক্লাব। শূণ্য রানে ফিরেছেন আনোয়ার। এক রান করে ফিরেছেন জাকির এবং নুরুদ্দিন। তবে ইনিংসের সুচনা করতে নামা রাকিব হোসেন দলকে জিতিয়ে তবেই ফিরেন। ২৭.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বক্সিরহাট ইয়ংম্যান্স ক্লাব। ওপেনার রাকিব অপরাজিত থাকেন ৩৬ রানে। ৮ রান করে অপরাজিত থাকেন জয় দাশ। মাদারবাড়ি মুক্তকন্ঠ ক্লাবের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন সাজ্জাদ হোসেন এবং গিয়াসউদ্দিন।