বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশের যৌথ আয়োজনে বাঁশখালীতে শিশু–কিশোর ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে গত বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী এ শিশু–কিশোর ক্রীড়া প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন অর রশিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খোন্দকার মাহমুদুল হাসান, ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রুনা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: শওকতুজ্জামান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: জাফর ইকবাল, মো: আজগর হোছাইন, প্রধান শিক্ষক শংকর প্রসাদ দাশ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি শিক্ষার্থী ও অভিভাবকেরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন সরকার দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করছে। সরকারের পাশাপাশি দেশী বিদেশী অনেক সংস্থাও এ কাজে এগিয়ে এসে আগামী প্রজন্মকে ক্রীড়ামুখী করার প্রত্যয়ে নানা ভাবে খেলাধুলার আয়োজন করছে। তারই ধারাবাহিকতায় আজকের এ আয়োজন। তাতে আজ অংশগ্রহণকারি শিশু কিশোরেরা প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের প্রতিভা বিকাশে সুযোগ পাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।