চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ কালীপুর এলাকা থেকে চুরি হওয়া ১৫ ভরি ১৩ আনা ৩ পয়েন্ট স্বর্ণ সহ ২ জনকে গ্রেফতার করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৮ ডিসেম্বর কালীপুর ইউনিয়নের পশ্চিম গুনাগরীর মোহাম্মদ হানিফ মাহমুদের বাড়ির লোকজন শহরে থাকায় চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় হানিফ মাহমুদ বাদী হয়ে ২১ ডিসেম্বর বাঁশখালী থানায় একটি মামলা দায়ের করেন।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও সঙ্গীয় ফোর্স এসআই মো. শহিদুল ইসলাম, এএসআই আব্দুল খালেক, এএসআই মকছুদ আহমদ মামলার তদন্ত করতে গিয়ে লোহাগাড়া থানার চুনতি ইউনিয়নের সুলতান মৌলভী পাড়ার মো. আব্দুল আলীমের ছেলে মো. ইয়াহিয়া (৩৩) ও সাতকানিয়া থানার কড়ইয়ানগর ইউনিয়নের বণিকপাড়ার বাবুল ধরের ছেলে বিপ্লব ধর(৪৬)কে জড়িত থাকার অভিযোগে কক্সবাজারের চকরিয়া থেকে গ্রেফতার করে।
পরে তাদের দেওয়া স্বীকারোক্তি মোতাবেক চুরি হওয়া ১৫ ভরি ১৩ আনা ৩ পয়েন্ট স্বর্ণ উদ্ধার করে গতকাল বৃহস্পতিবার রাতে।
উদ্ধারকৃত সোনার বর্তমান মূল্য প্রায় সাড়ে ১৫ লাখ টাকা হবে বলে থানা সূত্রে জানা যায়।
এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, “কালীপুরের পশ্চিম গুনাগরি হানিফ মাহমুদের বাড়িতে চুরির ঘটনায় জড়িতদের আটক করতে বিশেষ নজরদারি ও অভিযান পরিচালনা করা হয়। এর এক পর্যায়ে চোর চক্রের সদস্যদের অবস্থান কক্সবাজার জেলার চকরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করি। এসময় তাদের দেওয়া তথ্যমতে বর্ণিত স্থান থেকে চোরাই সোনা উদ্ধার করি।”
তাদেরকে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও আদালতে সোর্পদ করা হবে বলে জানান তিনি।