শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের শান্তি শোভাযাত্রা ও সভা

| শুক্রবার , ৫ মে, ২০২৩ at ৭:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় বলেছেন, মহামানব গৌতম বুদ্ধ সকল প্রাণীর জন্য যে সর্বজনীন বাণী উচ্চারণ করেছিলেন আড়াই হাজার বছর পরেও সে বাণীর যথার্থতা আমরা উপলব্দি করতে পারছি। আজকের এই মহান পবিত্র দিনে তিনি জন্ম, বুদ্ধত্ব ও পরিনির্বাণের মধ্যে দিয়ে বিশ্বকে শান্তি ও মৈত্রীর বাণী প্রদান করে একটি অহিংসা সমাজ প্রতিষ্ঠায় নিজেকে উৎসর্গ করেছিলেন। শান্তিময় সমাজ প্রতিষ্ঠায় বুদ্ধের বাণীর বিকল্প নেই। তিনি গতকাল সকাল ৯ টায় বৌদ্ধদের তীর্থভূমি খ্যাত শতাব্দী প্রাচীন ঐতিহাসিক পুণ্যতীর্থ চট্টগ্রাম বৌদ্ধ বিহার চত্বরে শান্তিশোভা যাত্রার উদ্বোধনকালে উপরোক্ত মন্তব্য করেন।

বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের সভাপতি ও বাংলাদেশ বৌদ্ধ সমিতির যুগ্ম মহাসচিব অরুন কুমার বড়ুয়া দেবুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম মেট্রোপলিটনের উপপুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারিশ ও উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উদযাপন পরিষদের প্রধান সমন্বকারী ডা. বিদ্যুৎ বড়ুয়া, সাধারণ সম্পাদক দিবাকর বড়ুয়া, সমন্বকারী লায়ন সোহেল বড়ুয়া ও মান্নালাল বড়ুয়া প্রমুখ। শান্তি শোভাযাত্রাটি বৌদ্ধ বিহার থেকে বের হয়ে জুবিলীরোড, নিউমার্কেট, কোতোয়ালী, লালদিঘী, আন্দরকিল্লা, মোমিন রোড হয়ে র‌্যালিটি শেষ হয়। এতে বৌদ্ধ সমপ্রদায়ের ৩১ সংগঠন স্ব স্ব ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ ছাড়াও হাজার হাজার বৌদ্ধ নরনারী শান্তি শোভাযাত্রায় যোগদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআগামী নির্বাচনে লাঙ্গল প্রতীকের প্রার্থীদের বিজয়ী করতে হবে
পরবর্তী নিবন্ধযাদের মন ছোট তাদের রাজনীতি করা উচিত নয় : কাদের