নতুন প্রজন্মকে বৌদ্ধ দর্শন চর্চা ও গবেষণায় উৎসাহিত করতে হবে

সীবলী সংসদের বুদ্ধ পূর্ণিমা উৎসবে বক্তারা

| শুক্রবার , ৫ মে, ২০২৩ at ৭:৪০ পূর্বাহ্ণ

শুভ বুদ্ধ পূর্ণিমা উৎসবে বক্তারা বলেছেন, বৌদ্ধ দর্শন মানুষের সামগ্রিক জীবনবোধে অনবদ্য ভূমিকা রেখেছে। সাহিত্য ও সংস্কৃতি কর্মকাণ্ডের মধ্যে দিয়ে নতুন প্রজন্মকে বৌদ্ধ দর্শন চর্চা ও গবেষণায় উৎসাহিত করতে হবে। সমাজের প্রচলিত ধারা পরিবর্তনে তরুণ প্রজন্মের প্রতিনিধিত্বশীল সংগঠন সীবলী সংসদের ভিন্নতর আয়োজন প্রশংসার দাবি রাখে। বক্তারা বলেন, শুভ বুদ্ধ পূর্ণিমাকে ঘিরে এই প্রথম সাহিত্য মনস্ক, মনন ঋদ্ধ আয়োজন সমাজ পরিবর্তনের ইতিবাচক ধারা সৃষ্টিতে ভূমিকা রাখবে। আগামীতে আরো বৃহত্তর পরিসরে আয়োজনের উপর গুরুত্বারোপ করেন।

গত বুধবার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সীবলী সংসদ চট্টগ্রামের উদ্যোগে শুভ বুদ্ধ পূর্ণিমা উৎসবে ছড়াকবিতা পাঠ, নৃত্য, গান ও তারুণ্যের ভাবনা ও বই উৎসবে বক্তব্য রাখতে গিয়ে বক্তরা উপরোক্ত মন্তব্য করেন। নগরীর বৌদ্ধ মন্দির সড়কস্থ বৌদ্ধ সমপ্রদায়ের ঐতিহাসিক পুণ্যতীর্থ চট্টগ্রাম বৌদ্ধ বিহার চত্বরে সংগঠনের সিনিয়র সহসভাপতি ও শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের আহ্বায়ক রনেশ চৌধুরী নন্তুর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক স্বর্ণপদক প্রাপ্ত, দেশ বরেণ্য প্রবীণ শিক্ষাবিদ বিমল কান্তি বড়ুয়া। এতে প্রধান অতিথির বক্তব্য দেন শিল্পকলায় পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট কবি ও নাট্য ব্যক্তিত্ব অধ্যাপক সঞ্জীব বড়ুয়া। বিশেষ অতিথি ও লেখা পাঠে অংশগ্রহণ করেন শিশু সাহিত্যিক, কবিপ্রাবন্ধিক শৈবাল বড়ুয়া, সাংবাদিক বিপুল বড়ুয়া, শিশু সাহিত্যিক উৎপলকান্তি বড়ুয়া, কবি ডাঃ কল্যাণ কুমার বড়ুয়া, কবিপ্রাবন্ধিক সুপ্রতীম বড়ুয়া ও কবি অরূপ কুমার বড়ুয়া। সংগঠক বিপ্লব বড়ুয়ার পরিকল্পনা ও সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌ. সৌরভ চৌধুরী, শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সভাপতি বিকাশ কান্তি বড়ুয়া, তারুণ্যের ভাবনায় মেডিকেল শিক্ষার্থী সৌমেন বড়ুয়া, চুয়েট শিক্ষার্থী শ্রাবনী বড়ুয়া বুদ্ধ পূর্ণিমার অনুভূতি ব্যক্ত করেন। ধন্যবাদ জ্ঞাপন করেন উদযাপন পরিষদের সদস্য সচিব উদাস বড়ুয়া দোলন। সহযোগী সঞ্চালক ছিলেনসংস্কৃতি কর্মি বিজয় বড়ুয়া। উৎসবে অন্যান্যের মধ্যে ছড়াকবিতা পাঠে অংশনেনছড়াকার নান্টু বড়ুয়া, আবৃত্তিকার সমুদ্র টিটু, ছড়াকার রাসু বড়ুয়া, কবি তুষার কান্তি বড়ুয়া, ছড়াকার রঞ্জনা বড়ুয়া, কবি স্মরণিকা বড়ুয়া, অধ্যাপিকা শিউলি বড়ুয়া, সংস্কৃতি কর্মি বিজয় বড়ুয়া, তিলোত্তমা বড়ুয়া, সমৃদ্ধি বড়ুয়া শ্রীমা, সঞ্চিতা বড়ুয়া, ঐন্দ্রিলা বড়ুয়া, চাঁদনি বড়ুয়া, স্মিতা বড়ুয়া, বিক্রম বড়ুয়া, আরাধ্য বড়ুয়া মিষ্টি। খ্যাতিমান নৃত্যশিল্পী অনন্য বড়ুয়া’র পরিচালনায় নৃত্যালেখ্য পরিবেশন করেন উদ্দিপন বৌদ্ধ সাংস্কৃতিক সংগঠনের নৃত্য দলের শিল্পীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় অবৈধভাবে মাটি কাটায় লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধপটিয়া মনসা শাহ মালেকিয়া দরবার শরীফে মাহফিল