মে দিবসে বিভিন্ন স্থানে র‌্যালি ও আলোচনা সভা

আজাদী ডেস্ক | শুক্রবার , ৫ মে, ২০২৩ at ৭:৩৬ পূর্বাহ্ণ

নানা আয়োজনে বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে।

২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড : মে দিবস উপলক্ষে ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডস্থ মনসুরাবাদে ৪ শতাধিক শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ গত ১ মে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী। বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিকের সভাপতিত্বে ও সাজ্জাদ আলী জুয়েলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দেবাশীষ পাল দেবু, ডা. আফসারুল আমিনের সন্তান ফয়সাল আমিন, এম এ হান্নান কাজল, জাবেদ নজরুল ইসলাম, মোরশেদ আলম, শ্যাম দুলাল দেব বর্মন, জুয়েল বড়ুয়া, মহসিন মোরশেদ টিপু, মোঃ বেলাল সাত্তার, মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, সুফিউর রহমান টিপু, ওসমান গনি আলমগীর, জহিরুল ইসলাম, মারুফ আহমেদ সিদ্দিকী, ইমতিয়াজ বাবলা, ফরহাদ আবদুল্লা, মোঃ ইসমাইল, আবুল কাশেম, সরোয়ার হোসেন, মারুফুল ইসলাম মারুফ, সাজিবুল ইসলাম সজিব, যুবায়ের হোসেন অভি, হোসেন আহমদ কিরন, মনিরুল হক মনির, নুরুল আজিম বাবুল, তানভির বিন হাছান, দিদারুল আলম দিদার, রমজান আলী, ওডাহিদুল ইসলাম রুবেল, ফরহাদ আহমেদ সিফাত, আলী নুর রুবেল প্রমুখ।

চন্দনাইশ অটোরিক্সা সমবায় সমিতি : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে মহান মে দিবস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে সমাজের সব পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। শেখ হাসিনার সরকার শ্রমিক বান্ধব সরকার। বর্তমান সরকার শ্রমিকদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে। সরকার শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। শ্রমিকদের ভাগ্যোন্নয়ন করা গেলে মালিক শ্রমিক সৌহাদ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে এবং দেশে উৎপাদন বাড়বে। গত ১ মে মহান মে দিবস উপলক্ষে চন্দনাইশ অটোরিক্সা সমবায় সমিতি আয়োজিত শ্রমিক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চন্দনাইশ অটোরিঙা সমবায় সমিতির সভাপতি মো. মফিজের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিসের সঞ্চালনায় এত বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগ সভাপতি আলমগীরুল ইসলাম, চন্দনাইশ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহসভাপতি মোস্তাফিজুর রহমান, সাবেক চেয়ারম্যান আলমগীরুল ইসলাম প্রমুখ।

চট্টগ্রাম মহানগর মহিলা শ্রমিক লীগ : চট্টগ্রাম মহানগর মহিলা শ্রমিক লীগের সভানেত্রী নাসরিন আকতার নাহিদার সভাপতিত্বে গত ১লা মে মহান মে দিবস উপলক্ষে সকাল ৯টায় এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। পরে র‌্যালিটি ডিসি হিল থেকে শুরু হয়ে লালদীঘির মোড়ে এসে শেষ হয়। সকাল ১১টায় দারুল ফজলস্থ দলীয় কার্যালয়ের সামনে মহিলা শ্রমিক লীগ ও বেসিক ও সমন্বয় পরিষদের যৌথভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ..ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম৮ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য নোমান আল মাহমুদ। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্যানেল মেয়র কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সাবেক মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা আঞ্জু, মহিলা শ্রমিকলীগের সহ সভাপতি নাজমিন আক্তার রুবি, জাহাছিয়ার নূর রুজি, মনোয়ারা বেগম লাকী, খালেদা নাসরিন, রোমা শীল, রুমানা বেগম, মনিরা বেগম, আমেনা বেগম, শান্তা ইসলাম, রেনু আকতার, শাহিদা বেগম, শিরিন আকতার, আঞ্জুমান আরা আশা, ফাতেমাতুজ জোহরা, হাফেজা লায়লা, শাওন, ফারজানা, নুপুর ঝিনুক, কোহিনুর, রোকেয়া, খালেদা, রুবি, নাছিমা প্রমুখ।

পটিয়া ইন্দ্রপোল শ্রমিক সমিতি : আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে পহেলা মে পটিয়া ইন্দ্রপোল লবণ শ্রমিক সমিতির উদ্যোগে র‌্যালির আয়োজন করা হয়। প্রায় দুই হাজার শ্রমিকের র‌্যালিটি ইন্দ্রপোল থেকে পটিয়ার প্রধান সড়ক প্রদক্ষিণ করে সবুর রোড আদালত রোড হয়ে রাজমুকুট কমিউনিটি সেন্টারে সমাপ্ত হয়। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোতাহেরুল ইসলাম চৌধুরী। পটিয়া ইন্দ্রপোল লবণ মিল মালিক সমিতির সভাপতি, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পৌর মেয়র আইয়ুব বাবুল, পৌর আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম, লবণ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুল হক আল্লাই, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এন এ নাছির, ২নং ওয়ার্ড কাউন্সিলর ইঞ্জিনিয়ার রুপক সেন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াসউদ্দিন আজাদ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর গোফরান রাণা, ৫নং ওয়ার্ড কাউন্সিলর জসিম, মিল মালিক সমিতির নেতা চৌধুরী মুজিবুর রহমান, জসিম উদ্দীন, ওয়াহিদুস সামাদ হেলাল, নাসির উদ্দিন, মো. ফারুক, মো. মোরশেদ প্রমুখ। ইন্দ্রপোল লবণ শ্রমিক সমিতির সভাপতি মোঃ ইয়াকুব আলীর সভাপতিত্বে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিক বান্ধব সরকার। শ্রমিকদের জীবন মান উন্নয়নে উনার পদক্ষেপ গুলো সারা বিশ্বে প্রশংসিত হয়েছে।

গ্রীণ বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন : শ্রমিককর্মচারীদের ট্রেড ইউনিয়ন অধিকার ও শ্রমিককর্মচারীদের ন্যূনতম মজুরি ২২ হাজার টাকা ঘোষণার দাবিতে সমাবেশ ও র‌্যালি করেছে চট্টগ্রাম ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার ও গ্রীণ বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন চট্টগ্রাম। সোমবার নগরীর অলংকার মোড়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব দাবি জানানো হয়। চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মো. সোহাগ হোসেন মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিউটি হাওলাদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সহসভাপতি মো. জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জনি শীল শিবু, সাংগঠনিক সম্পাদক মো. শাহীন হাওলাদার, অর্থ সম্পাদক মো. ছিদ্দিক মুন্সি, দপ্তর সম্পাদক মো. অহিদুল আলম, নারী বিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার, প্রচার সম্পাদক মো. নুরুল ইসলাম, কার্যকরি সদস্য হালিমা বেগম, সদস্য ছকিনা আক্তার প্রমুখ।

রেজাউল করিম সিকদার ফাউন্ডেশন : আন্তর্জাতিক শ্রমিক দিবস পহেলা মে উপলক্ষ্যে চান্দগাঁও কাপ্তাই রাস্তার মাথা মোড়ে শতাধিক মেহনতি রিক্সাচালক ভাইদের গরমের পাতলা কাপড় এবং মাথার টুপি উপহার দিল রেজাউল করিম সিকদার ফাউন্ডেশন। এ সময় উপস্থিত ছিলেন মোহরা এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহেদুল আলম সম্রাট, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন মো: জাহেদুল করিম বাপ্পী সিকদার, প্রবাসী ব্যবসায়ী নাজিম উদ্দিন, প্রকল্প পরিচালক কাজী গোলাম মোস্তফা, প্রচার ও গণযোগাযোগ জিয়াউল হক, আন্তজার্তিক বিষয়ক সম্পাদক জামশেদুল আলম, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম ও সহ প্রচার সম্পাদক জুমাইদুল হাসান ও হ্নদয় সহ প্রমুখ। বক্তারা বলেন, শ্রমিকদের ঘাম শুকানোর আগে তাদের ন্যায্য মজুরি দেওয়া উচিত।

রাঙ্গুনিয়া অটোরিকশা শ্রমিক ইউনিয়ন : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ করেছে চট্টগ্রাম জেলা অটোরিকশাটেম্পো শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং২০১৪)। রোববার (১ মে) সকালে রাঙ্গুনিয়ার রোয়াজারহাটে আয়োজিত র‌্যালিটি সমিতির নিজস্ব কার্যালয় থেকে শুরু করে কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এতে অংশ নেন বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি সমিতির নেতৃবৃন্দ এবং সাধারণ সিএনজি অটোরিকশা চালকরা।

র‌্যালি শেষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি নুরুল আজিম মনু। প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক হাজী জফুর আলম। উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ মো. এনাম, শাহ আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসুদানের জেনারেলদের যুদ্ধ বন্ধের ইচ্ছা নেই : জাতিসংঘ
পরবর্তী নিবন্ধহাফেজ আয়েশা খাতুন