সাতকানিয়ায় দুই ব্যক্তিকে ২০ দিন করে কারাদণ্ড

আবাদি জমির মাটি বিক্রি

সাতকানিয়া প্রতিনিধি  | শুক্রবার , ৫ মে, ২০২৩ at ৭:২৮ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় আবাদি জমির মাটি কেটে বিক্রি করার দায়ে দুই জনকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্তরা হলমো. খোরশেদ আলম (২৯) ও মো. আবুল হোসেন (৪০)। গত বুধবার দিবাগত রাতে উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পূর্ব পাশের বিল থেকে আবাদি জমির মাটি কাটার সময় তাদের আটক করে কারাদণ্ড প্রদান করা হয়। জানা যায়, সংঘবদ্ধ মাটি ব্যবসায়ী চক্র সাতকানিয়া উপজেলা পরিষদের পূর্ব পাশের বিল, আফঝলনগর ও সোনাকানিয়া এলাকায় আবাদি জমির মাটি কেটে বিক্রি করছিল একাধিক চক্র। খবর পেয়ে সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে আফঝলনগর ও উপজেলা পরিষদের পূর্ব পাশের বিলে মাটি কাটার সঙ্গে জড়িতরা পালিয়ে যায়। সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের পূর্ব পাশের বিলে মাটি কাটার সময় লোহাগাড়া উপজেলার আমিরাবাদের আবু তাহেরের পুত্র মো. খোরশেদ আলম ও পদুয়ার শামসুল আলমের পুত্র মো. আবুল হোসেনকে আটকের পর ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, দণ্ডপ্রাপ্তরা অবৈধভাবে আবাদি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছিল। এসময় তাদেরকে হাতেনাতে আটক করে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত দুই জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এম এ মোতালেব
পরবর্তী নিবন্ধরাউজানের পুকুর থেকে সাকার মাছ উদ্ধার