হাইকোর্টের রায়ে স্বস্তি পেলেন অমর্ত্য সেন

| শুক্রবার , ৫ মে, ২০২৩ at ৭:২৩ পূর্বাহ্ণ

কলকাতা হাইকোর্টের রায়ে আপাতত স্বস্তি পেলেন ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। আগামী ৬ মে শনিবার অমর্ত্য সেনের বাড়ি প্রতীচী খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই নোটিশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বীরভূম জেলার জজ কোর্টে অমর্ত্য সেনের বাড়ি প্রতীচীর জমির মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না বলে জানিয়েছেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি বিভাস রঞ্জন দে।

আগামী বুধবার বীরভূম জেলার জজ কোর্টে হবে ওই মামলার শুনানি। আগামী ৬ মে’র মধ্যে শান্তিনিকেতনে প্রতীচীর জমি খালি করার জন্য অমর্ত্য সেনকে নোটিশ পাঠিয়েছিল বিশ্বভারতীর যুগ্ম রেজিস্টার। ওই বিজ্ঞপ্তির ওপর গতকাল বৃহস্পতিবার স্থগিতাদেশ দিলো কলকাতা হাইকোর্ট।

অপরদিকে বর্তমানে দুদিনের সফরে মালদায় আছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সেখানে বেশ কিছু সভা করার কথা রয়েছে তার। মালদা পৌঁছেই মমতা অমর্ত্য সেনের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, আমি মালদায় আছি, কোনো অসুবিধা হলেই আমাকে জানাবেন।

পূর্ববর্তী নিবন্ধআতিক কুতুবী স্মৃতি ভলিবল টুর্নামেন্ট শুরু আজ
পরবর্তী নিবন্ধমণিপুরে সহিংসতা ঠেকাতে নামতে হল সেনাবাহিনীকে