সাতকানিয়ায় ২ জনকে ২০ দিন করে কারাদণ্ড

আবাদি জমির মাটি কাটা

সাতকানিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৪ মে, ২০২৩ at ৭:২৩ অপরাহ্ণ

সাতকানিয়ায় অবৈধভাবে আবাদি জমির মাটি কাটায় দুইজনকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলো মো. খোরশেদ আলম (২৯) ও মো. আবুল হোসেন (৪০)।

গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পূর্ব পাশের বিল থেকে আবাদি জমির মাটি কাটার সময় তাদের আটক করে দণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

জানা যায়, সংঘবদ্ধ মাটি ব্যবসায়ী চক্র সাতকানিয়া উপজেলা পরিষদের পূর্ব পাশের বিল, আফঝলনগর ও সোনাকানিয়া এলাকায় অবৈধ ভাবে আবাদি জমির মাটি কেটে বিক্রি করছিল। খবর পেয়ে সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান পরিচালনা করে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারীদের উপস্থিতি বুঝতে পেরে আফঝলনগর ও উপজেলা পরিষদের পূর্ব পাশের বিলে মাটি কাটার সাথে জড়িতরা দ্রুত পালিয়ে যায়। সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের পূর্ব পাশের বিলে আবাদি জমির মাটি কাটার সময় লোহাগাড়া উপজেলার আমিরাবাদের আবু তাহেরের পুত্র মো. খোরশেদ আলম ও পদুয়ার শামসুল আলমের পুত্র মো. আবুল হোসেনকে আটকের পর ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, দণ্ডপ্রাপ্তরা অবৈধভাবে আবাদি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছিল। এসময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত দুইজনকে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

তিনি আরো জানান, এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত জানান, ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত দুইজনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানে গুলিতে সাত শিক্ষকসহ নিহত ৮
পরবর্তী নিবন্ধহালদায় ঘেরাজাল-নৌকা-মাছ ধরার সরঞ্জাম জব্দ