ইমামে আহলে সুন্নাত আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলামী হাশেমী (রহ.) শিক্ষাজীবনে এতটাই তীক্ষ্ণ মেধাবী ছিলেন যে, তাঁর ওস্তাদগণ তাঁকে নিয়ে জনসম্মুখে গর্ববোধ করতেন। ইমাম হাশেমী (রহ.) সুন্নী জনতাকে শরিয়ত, তরিকত ও মারেফতের চর্চায় মনোনিবেশ করে এই উপমহাদেশে জ্ঞানের আলো ছড়িয়ে সারা বিশ্বে সমাদৃত হয়েছেন। গতকাল বুধবার আঞ্জুমানে মুহিব্বানে রাসূল (দ.) গাউছিয়া জিলানী কমিটি কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় দরবারে হাশেমীয়া আলীয়া শরীফে ৩ দিন ব্যাপী ওরশে ইমাম হাশেমী (রহ.) মাহফিলে ইমাম বোখারী (রহ.), মুফতি আমিমুল ইহছান মুজাদ্দেদী বরকতী (রহ.) ও ইমাম হাশেমী (রহ.) এর জীবনী আলোচনায় সমাপনী দিবসে অধ্যক্ষ কাযী আবুল বয়ান হাশেমী সভাপতির বক্তব্যে একথা বলেন।
মাহফিলে আলোচনায় অংশগ্রহণ করেন আব্দুর রাজ্জাক, ওসমান গণি সালেহী, মোখলেছুর রহমান, অধ্যক্ষ রফিক উদ্দিন ছিদ্দিকী, শহিদুল হক হোসাইনী। উপস্থিত ছিলেন কাযী মুহাম্মদ আবুল এহছান হাশেমী, কাযী মুহাম্মদ আবুল বোরহান হাশেমী, ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন, মহরম আলী মেম্বার, আবুল কাশেম সওদাগর. আব্দুল লতিফ, লোকমান কোম্পানি, আব্দুল ওয়াহাব, মো. সোলাইমান, মাহবুবুল আলম কোম্পানী, হোসাইন সওদাগর, মো. সালাউদ্দীন, মো. আব্দুল কাদের, মো. আবুল বশর, মো. নুরুল আবছার, মো. তোফায়েল হোসেন, মো. নুরুল আমিন, ইদ্রিস আনসারী আলকাদেরী, আবুল কালাম আবু, ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, দেলোয়ার হোসেন, ওসমান গণি, ফজলুল কাদের চৌধুরী, নেজাম উদ্দীন আশরাফী, আব্দুস শাকুর আনসারী, ইদ্রিস আলম কাদেরী, নুরুল ইসলাম জিহাদী, জালাল উদ্দিন, হাবিবুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।