মহান মে দিবস উপলক্ষে পটিয়া উপজেলা ও পৌরসভা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার মনসা বাদামতলস্থ সুগন্ধা পার্কে উপজেলা শ্রমিক লীগের সভাপতি সামশুল ইসলামের সভাপতিত্বে ও পৌরসভা শ্রমিক লীগের সভাপতি শফিকুল ইসলাম শফির সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এম.পি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে শ্রমজীবী মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রমিকের সার্বিক কল্যাণসাধন ও দেশের শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।












