যেকোনো দুর্যোগে আওয়ামী লীগ সরকারই জনগণের পাশে থাকে

চন্দনাইশে অগ্নিদুর্গতদের ত্রাণ বিতরণে মফিজুর রহমান

| সোমবার , ১ মে, ২০২৩ at ১০:২৪ পূর্বাহ্ণ

দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, ঝড় তুফান আর বন্যার মত মহামারি আসলেও মানুষের সাময়িক কষ্ট হয়, তবে ঘুরে দাঁড়ানো সম্ভব। কিন্তু বাড়িতে আগুন লাগলে মানুষের জীবনে কিছুই থাকে না, তাই আমাদের আগুন নিয়ন্ত্রণের জন্য পূর্ব প্রস্তুতি রাখা এবং সতর্ক থাকা দরকার। গত ২৯ এপ্রিল চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নে সমপ্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যেকোন দুর্যোগে আওয়ামী লীগ সরকারই জনগণের পাশে থেকে খোঁজ খবর নেয় এবং সাধ্য অনুযায়ী সহযোগিতা করে। তিনি বলেন, মানুষ যাতে উন্নত জীবন পায়, সেটাই সরকারের লক্ষ্য। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ. লীগ নেতা আবুল কালাম, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আমানুর রশীদ হিরু, কাঞ্চনাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওসমান আলী, চন্দনাইশ পৌরসভা যুবলীগ সভাপতি সিরাজুল ইসলাম, দক্ষিণ জেলা ছাত্রলীগ সহসভাপতি মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আলমগীরুল ইসলাম, মুসাদ্দিকুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআন্দোলন সফল না হওয়া পর্যন্ত জনগণ রাজপথ ছাড়বে না
পরবর্তী নিবন্ধবিএনপি সব সময় জনগণের পাশে থাকে : শাহাদাত