১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে পতেঙ্গা উপকূলীয় এলাকা ধ্বংসপ্রাপ্ত হয় এবং হাজার হাজার মানুষ মৃত্যুকোলে ঢলে পড়ে। সেই ভয়ংকর দিবসটি স্মরণে উত্তর পতেঙ্গা ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল শনিবার অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সহ–সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চৌধুরী আজাদের উপস্থাপনায় অনুষ্ঠানে পতেঙ্গা থানা আওয়ামী লীগের আহ্বায়ক আবদুল হালিম, হাজী ওমর ফারুক, হাজী নুর আহমেদ, হাজী মোহাম্মদ শামসুদ্দিন, হাজী নুরুল আফসার, হাজী শাহাদাত হাসান, জাবের আহমদ, আলী আকবর চৌধুরী, জাফর আহমেদ, নুরুল আক্তার, আবু সৈয়দ, নুরুল হুদা, নুরুল ইসলাম সোনা মিয়া, মাহমুদুল হক, নুরুল আবসার খোকন, সাবের আহমদ, জসীম উদ্দীন, সায়মন, বাপ্পি, দিদরুল আলম সহ অন্যরা বক্তব্য রাখেন। মিলাদ মাহফিল শেষে ১৯৯১ সনের শহীদদের আত্মার মাগফেরাত, দেশ ও জাতির উন্নতি ও শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা এখলাছুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।