স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পটিয়া উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও সমমানের মাদ্রাসার নবম–দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারস্বরূপ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিচালিত জনশুমারি ও গৃহগণনা ২০২২–এ ব্যবহৃত ট্যাবসমূহ বিতরণ করা হচ্ছে। গতকাল রোববার উপজেলা পরিষদ হল রুমে ট্যাব বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার রাকিবুল ইসলামের সভাপতিত্বে ও পরিসংখ্যান কর্মকর্তা মীর আন্–নাজমুস সাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমাকান্ত মজুমদার, থানার ওসি প্রিটন সরকার প্রমুখ। প্রধান অতিথি বলেন, স্মার্ট জাতি গঠনে স্মার্ট শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। আর শিক্ষা ব্যবস্থাকে স্মার্ট করে স্মার্ট সিটিজেন গড়ে তুলতে হবে। এ জন্য শেখ হাসিনার বিকল্প নেই। উল্লেখ্য, মোট ৬০ প্রতিষ্ঠানে মেধাতালিকায় ১ম, ২য়, ৩য় স্থান অধিকারী ছয় শতাধিক শিক্ষার্থী এ ট্যাব পাবে।