নগরীর মোহরায় দেবী সরস্বতী সংগীতালয়ের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২৯ এপ্রিল স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সঙ্গীতালয়ের প্রতিষ্ঠাতা সুজন দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুকুমার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ৪নং ওয়ার্ড সচিব বাবলা দেওয়ানজী, চান্দগাঁও থানা পূজা উদ্যাপন পরিষদের উপদেষ্টা সঞ্জয় চৌধুরী, সভাপতি নিউটন কুমার মজুমদার, সাধারণ সম্পাদক টুটুল নাথ। লাভলু চক্রবর্তীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সুশীল বাইন, নটন কান্তি পাল, সৌরভ দেবনাথ। প্রতিযোগিতায় বিচারক ছিলেন সাজু শীল, জয়া দেব, রাজশ্রী কানুনগো। অতিথিবৃন্দ সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করেন।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, মনকে শুদ্ধ করে সঙ্গীত। সঙ্গীতচর্চা সুখের সন্ধান দেয়। অস্থির সময়ে শান্তির পরশ পেতে সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। শিশুদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ডে যুক্ত রাখতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।