নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মালবাহী ট্রাক

শাহ আমানত সেতু এলাকা

পটিয়া প্রতিনিধি | সোমবার , ১ মে, ২০২৩ at ৮:০৫ পূর্বাহ্ণ

কর্ণফুলীর শাহ্‌ আমানত সেতু এলাকায় টোল বক্সের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে একটি দ্রুতগামী মালবাহী ট্রাক। এ সময় ট্রাকটি একটি সিএনজি অটোরিক্সার সাথে ট্রাকটির সামান্য ধাক্কা লাগে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো ঘটনা ঘটেনি। গতকাল রবিবার দুপুর আড়াইটার দিকে টোল প্লাজার উত্তর প্রান্তে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ সৈয়দ জানান, চুন বোঝাই কক্সবাজারগামী একটি দ্রুতগামী ট্রাক টোল প্লাজার উত্তর প্রান্তে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত বেগে এসে টোল প্লাজার সামনেই উল্টে যায়। এসময় ট্রাকের উপরে বসা একজন হেলপার নীচে পড়ে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করে। দুর্ঘটনাকবলিত ট্রাকের ধাক্কায় একটি সিএনজি টেক্সি সামান্য ক্ষতিগ্রস্ত হলেও ভাগ্যক্রমে বেঁচে গেছেন এতে থাকা ৫ যাত্রী। কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে দূর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি টেক্সিটি উদ্ধার করে কর্ণফুলী থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা করা হয়নি।

পূর্ববর্তী নিবন্ধদেড় বছরের পুত্র সন্তান রেখে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
পরবর্তী নিবন্ধপ্রাইজবন্ডের ১১১তম ড্র, প্রথম পুরস্কার ০৬৪০৮৬৪