যুক্তরাষ্ট্রের টেক্সাসের ক্লিভল্যান্ডে একটি বাড়িতে গোলাগুলিতে আট বছরের একটি শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এবিসি নিউজ গতকাল শনিবার এ খবর প্রচার করেছে।
খবরে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতের দিতে গোলাগুলির এ ঘটনা ঘটে। হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে ক্লিভল্যান্ড থেকে সান হাকিন্ত কাউন্টি শেরিফের কার্যালয়ে ফোন করে হয়রানির শিকার হওয়ার অভিযোগ করা হয়। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ কয়েকটি লাশ দেখতে পান। খবর বিডিনিউজের।
কাউন্টি শেরিফের কার্যালয় থেকে আরো বলা হয়, সন্দেহভাজন হামলাকারী মেক্সিকোর নাগরিক একজন পুরুষ। যিনি নেশাগ্রস্ত, অস্ত্রধারী এবং পালিয়ে বেড়াচ্ছেন। এ বিষয়ে ক্লিভল্যান্ড পুলিশের কোনো বক্তব্য মেলেনি। পুলিশ নিহতদের নামপরিচয় বা হামলাকারীর সঙ্গে তাদের কী সম্পর্ক ছিল সে বিষয়ে কিছু জানায়নি। তবে বলেছে, নিহত সবাই হন্ডুরাস থেকে এসেছেন। একটি বাড়িতেই গোলাগুলি হয়েছে। চারজন ঘটনাস্থলেই মারা গেছেন। একজন হাসপাতালে মৃত্যুবরণ করেন। নিহতদের মধ্যে আট বছরের একটি শিশু রয়েছে। নিহত আরো দুই নারীর সঙ্গে তাদের দুইজন সন্তানকে পাওয়া গেছে, যারা জীবিত আছে।












