নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করায় বোরো ধানের বাম্বার ফলন হয়েছে

পটিয়ায় উদ্বুদ্ধ করণ সভায় হুইপ সামশুল

পটিয়া প্রতিনিধি | রবিবার , ৩০ এপ্রিল, ২০২৩ at ৭:১৮ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেচ সংযোগ প্রাধান্য দেয়ায় পটিয়ায় পল্লী বিদ্যুৎ সমিতি বিনামূল্যে গ্রাহকদের সেচ সংযোগ দিয়েছেন। তাদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কারণে এবার পটিয়ায় বোরো ধানের বাম্বার ফলন হয়েছে।

তিনি গ্রাহকদের বিদ্যুৎ সাশ্রয়ের উপর গুরুত্বারোপ করে বলেন, অযথা বা অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার না করে বিদ্যুৎ এর সুব্যবহার নিশ্চিত করতে হবে, পাশাপাশি গ্রাহকদেরও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত ও হয়রানিমুক্ত রাখতে হবে। তাছাড়া পানি উন্নয়ন বোর্ডের অধীনে খাল খননের ফলে চাষাবাদে ব্যাপক সফলতা আসছে বলেও জানান তিনি। গতকাল শনিবার চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি১ পটিয়া বোর্ড রুমে আয়োজিত বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি সম্পর্কে গ্রাহক এবং জনপ্রতিনিধিদের অবহিত করা ও সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহারে উদ্বুদ্ধ করণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি১ পটিয়ার সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে ও সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার আবু বকর সিদ্দিকীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র মো. আইয়ুব বাবুল, পটিয়া সার্কেলের এএসপি ড. আশিক মাহমুদ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাকিবুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি১ পটিয়ার সহ সভাপতি মো. খালেদ চৌধুরী, সচিব ইনসানা নাসরীন চৌধুরী, কোষাধ্যক্ষ কহিনূর আক্তার, মো: আলমগীর খালেদ, এস এম আশরাফ উদ্দিন কাজল, নাজিম উদ্দিন, কামাল উদ্দিন, হাসান মো. আকবরী, হেফাজ উদ্দিন সিকদার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধএসএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করার অনুরোধ সুজনের
পরবর্তী নিবন্ধআঞ্জুমান মুফিদুল ইসলামের যাকাত ফান্ডে চেক প্রদান