এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করার অনুরোধ সুজনের

| রবিবার , ৩০ এপ্রিল, ২০২৩ at ৭:১৮ পূর্বাহ্ণ

এসএসসি ও সমমানের এসএসসি যাতায়াত নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানিয়েছেন চসিক সাবেক প্রশাসক এবং মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন। গতকাল শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে উপরোক্ত অনুরোধ জানান তিনি। তিনি বলেন এসএসসি পরীক্ষার্থীদের জন্য জীবনের প্রথম বড় পরীক্ষা আজ। এ পরীক্ষাকে উন্নত জীবন গঠনের প্রথম ধাপ হিসেবে বিবেচনা করা হয়। এবারের পরীক্ষা নির্বিঘ্ন করতে যথাসম্ভব সকল প্রস্ততি গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আর শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে বাকী সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা একান্ত জরুরি। বিশেষ করে পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা পূর্ব হতে এবং পরীক্ষা শেষে পরবর্তী এক ঘন্টা পর্যন্ত নগরীতে সকল প্রকার ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা প্রয়োজন। পরীক্ষার্থীদের জন্য নামমাত্র মূল্যে নগরীর বিভিন্ন এলাকা থেকে বিআরটিসি বাস সার্ভিস চালু করা যেগুলো পরীক্ষা শুরুর আগে এবং পরে শুধুমাত্র পরীক্ষার্থীদের বহন করবে এবং এ সুবিধা যেনো সকল পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থীরা ভোগ করতে পারে তার সুব্যবস্থা করা। এছাড়া পরীক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য গণপরিবহন, সিএনজি মালিক সমিতি এবং চালকদের প্রতি অনুরোধ জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপার্বত্য চট্টগ্রামে শিক্ষক সংকট নিরসনে উদ্যোগ নিচ্ছে সরকার
পরবর্তী নিবন্ধনিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করায় বোরো ধানের বাম্বার ফলন হয়েছে